Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী শিক্ষা বিস্তারে ঐতিহাসিক ভূমিকা পালন করেন আউলিয়া কেরামগণ - আল্লামা তাহের শাহ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিশ্বব্যাপী ইসলামী শিক্ষার প্রচার প্রসারে আউলিয়া কেরামগণের ভূমিকা অনস্বীকার্য। এ উপমহাদেশে ইসলামী শিক্ষা ও আদর্শ বিস্তারে তারা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। এ ধারাবাহিকতায় আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ) দেশে-বিদেশে অসংখ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ, মাদরাসা, খানকা প্রতিষ্ঠা করেন। গতকাল (বৃহস্পতিবার) নগরীর হালিশহরস্থ মাদরাসা-এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়ার সালানা জলসায় সভাপতির বক্তব্যে আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ একথা বলেন। প্রধান অতিথি আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ বলেন, আনজুমান, জামেয়া, তৈয়্যবিয়া, গাউছিয়া কমিটি ও সীলসীলার বহুমুখী খেদমত করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারা সৌভাগ্যবান। পূর্বসুরীদের অনুুসরণে আজকে যারা এ মিশনকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে নিয়োজিত হযরাতে কেরাম তাদের নির্বাচিত করেছেন। উদ্বোধনী বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি মুহাম্মদ মনজুর আলম মনজু। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন মাদরাসা পরিচালনা পর্ষদের সম্পাদক মোহাম্মদ আলী। আনজুমান কর্মকর্তাবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারী মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট সেক্রেটারী মুহাম্মদ সিরাজুল হক, ফিন্যান্স সেক্রেটারী মোহাম্মদ সিরাজুল হক, এ্যাসিট্যান্ট সেক্রেটারী এস এম গিয়াস উদ্দীন শাকের। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা বদিউল আলম রিজভী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ