Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

হিলি স্থলবন্দরে আবারো বেড়েছে পেঁয়াজের দাম

| প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

হিলি সংবাদদাতা : পিঁয়াজের ঝাঁঝ যেন কিছুতেই কমছেনা। দু’দিনের ব্যাবধানে হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে প্রকার ভেদে আবারো দাম বেড়েছে কেজিতে ১৫ থেকে ১৮ টাকা। আমদানি কম হওয়ায় পিঁয়াজের দাম বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। আর হঠাৎ করে পিঁয়াজের দাম বেড়ে ওঠায় বিপাকে পড়েছেন পিঁয়াজ কিনতে আসা পাইকারেরা
এখন পিঁয়াজের মৌসুম, দেশীয় পিঁয়াজ বাজারে উঠতে শুরু করলেও দাম কমছে না ভারতীয় পিঁয়াজের। দ’ুদিন আগে আমদানিকৃত ভারতীয় যে পিঁয়াজ হিলি বন্দরে বিক্রি হয়েছে প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকা, সে পেঁয়াজই আজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৪ টাকায়। আর চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় ভারতীয় পিঁয়াজের দাম বেড়েছে, বলছেন আমদানিকারক সাইফুল ইসলাম ।
বাংলাদেশে পিঁয়াজ রপ্তানিতে ভারত এলসির বিপরিতে টন প্রতি কয়েক দফায় দাম বাড়িয়ে সর্বশেষ গত ২৩ নভেম্বর ৮৫২ ডলার নির্ধারণ করে। সে দামেই পিঁয়াজ আমদানি করে আসছে আমদানিকারকেরা। এদিকে হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, গত তিন দিনে ২ হাজার মেঃ টন পেঁয়াজ আমদানি হয়েছে এ বন্দর দিয়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ