প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১৯২১ সাল। মাঙ্গা (কপিল শর্মা) পাঞ্জাবের বেহরামপুরের একজন বেকার যুবক। পুলিশে কাজ করার ইচ্ছা তার কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হয়। বন্ধু হীরার (ইনামুলহক) বিয়েতে নাকু গুড়া গ্রামে গিয়ে সার্গিকে (ইশিতা দত্ত) দেখেই তার প্রেমে পড়ে যায় সে। তাকে বিয়ের প্রস্তাব দেয় সে, কিন্তু বেকার বলে এই ক্ষেত্রেও ব্যর্থ হয় সে। মাঙ্গার জন্ম থেকেই এক অলৌকিক ক্ষমতা আছে। সে পশ্চাদদেশে লাথি মেরে ভয়ানক পিঠের ব্যথাও ভাল করে দিতে পারে। একদিন মার্ক ড্যানিয়েলস (এডওয়ার্ড সোনেনবিøক) নামে এক প্রভাবশালী ব্রিটিশ কর্মকর্তার পিঠের ব্যথা ঠিক একইভাবে ভাল করে তার নজরে পড়ে মাঙ্গা। মার্ক তাকে পুলিশে চাকরির প্রস্তাব দেয় আর সে তা গ্রহণ করে। মাঙ্গা আবার ফিরে যায় সার্গির পরিবারের কাছে। এবার বেঁকে বসে সার্গির দাদা লালাজি (অঞ্জন শ্রীবাস্তব)। গান্ধির সমর্থক বলে সে তার নাতনিকে কোনও ব্রিটিশ চাকুরের কাছে বিয়ে দেবে না বলে ঠিক করে। এদিকে ড্যানিয়েলস তার ভারতীয় সহযোগী রাজা ইন্দ্রজিতের সঙ্গে মদের কারখানা দেবে বলে ঠিক করে। আর তা হবে সার্গিদের গ্রামের বাসিন্দাদের উচ্ছেদ করে। মাঙ্গা গ্রামবাসীদের পাশে দাঁড়ায় ব্রিটিশ আর রাজার দলকে প্রতিরোধ করার জন্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।