Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

শিক্ষার্থীদের আন্তরিকতায় মুগ্ধ আমিন খান

অভি মঈনুদ্দীন: | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

গত ১ ডিসেম্বর থেকে পাবনা সদরে চিত্রনায়ক আমিন খান তার নতুন অভিনীত চলচ্চিত্র মাহমুদ হাসান শিকদার পরিচালিত ‘অবতার’ চলচ্চিত্রের শুটিং শুরু করেছেন। গল্পের প্রয়োজনে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাবনা’র অ্যাডওয়ার্ড কলেজে শুটিং করতে হয় আমিন খানকে। আমিন খান ভেবেছিলেন কলেজে শুটিং করা হয়তোবা অনেক কঠিনই হয়ে পড়বে। কিন্তু কলেজের ছাত্র ছাত্রীদের আনইতরক সহযোগিতায় কলেজ প্রাঙ্গনে অবতারের শুটিং বেশ ভালোভাবেই সম্পন্ন করেছেন আমিন খান’সহ পুরো অবতার ইউনিট। আমিন খান বলেন,‘অ্যাডওয়ার্ড কলেজের ছাত্র ছাত্রীদের আন্তরিক সহযোগিতায় আমি মুগ্ধ। তারা যে ভাবে আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে আমাদের কাজকে এগিয়ে দিয়েছেন, তাতে তাদের প্রতি আমি ইউনিটের সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। একটি কথা না বললেই নয় যে, যে এলাকায় অ্যাডওয়ার্ড কলেজের মতো একটি প্রতিষ্ঠান রয়েছে সেই এলাকার মানুষের ভেতর সেই আলোকিত বিষয়, মহানুভববতার বিষয়টি খুব সহজেই পরিলক্ষিত হয়। আমি পরিচালক হাসান শিকদারের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ এমন একটি এলাকায় শুটিং করার সুযোগ করে দেবার জন্য।’ ‘অবতার’ চলচ্চিত্রে আমিন খান একটি মাদক নিরাময় কেন্দ্র’র পরিচালক মুকবতা চরিত্রে অভিনয় করছেন। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত পাবনা সদরে আমিন খান এই চলচ্চিত্রের শুটিং-এ অংশ নিবেন। এতে তারসঙ্গে অভিনয় করছেন এই সময়ের সবচেয়ে আলোচিত নায়িকা মাহিয়া মাহি। এদিকে আমিন খান এরইমধ্যে নতুন দুটি ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন। নাটক দুটি হচ্ছে শাহরিয়ার রহমানের ‘সাবধান বাংলাদেশ’ ও আজাদ কালামের ‘বিরোধ’। দুটি ধারাবাহিকের গল্পই আমিন খানকে ঘিরে আবর্তিত। আমিন খান বলেন,‘ গল্প খুউব ভালোলাগায় দুটি ধারাবাহিকে অভিনয় করছি। আমি খুব আশাবাদী এই দুটি ধারাবাহিক নিয়ে।’ উল্লেখ্য ‘অবতার’ চলচ্চিত্রের কাহিনী চলচ্চিত্রের পরিচালক হাসান শিকদারের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ