Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাহিমের ব্যয়বহুল মিউজিক ভিডিও মাহিয়া

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ডেডলাইন এন্টারটেইনমেন্ট এর ব্যানারে প্রকাশিত হয়েছে ব্যয়বহুল মিউজিক ভিডিও ‘বাংলা ডান্স’। গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী ফাহিম ইসলাম। এটি প্রকাশের পর ব্যাপক আলোচনায় আসেন এই কণ্ঠশিল্পী। ‘বাংলা ডান্স’র পর ‘মাহিয়া’ শিরোনামের ব্যয়বহুল আরেকটি মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন এই শিল্পী। ভারতের প্রসেনের লেখা, অ¤øানের সুর ও সংগীতায়োজনে ফাহিমের সঙ্গে গেয়েছেন ভারতের কণ্ঠ শিল্পী মধুবন্তী। ডেডলাইন এন্টারটেইনমেন্ট-এর ব্যানারে নেপালের মনোরম লোকেশনে মিউজিক ভিডিওটি নির্মাণ করেন সৈকত নাসির। মিউজিক ভিডিওটিতে ফাহিমের সঙ্গে মডেল হয়েছেন ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০১৪’-এর মডেল শাহানাজ সুলতানা রাকা। ‘মাহিয়া’ গানটি সম্পর্কে ফাহিম বলেন, আমার সর্বশেষ অ্যালবাম ‘বলছি তোমায়’ চার বছর আগে প্রকাশিত হয়েছে। এছাড়া কিছুদিন আগে বাংলা ডান্স নামে মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছিল। গানটির বেশ সাড়া পেয়েছি। নতুন গান মাহিয়া প্রকাশিত হবে খুব শীঘ্রই। রোমান্টিক ফিল্মি গান ‘মাহিয়া’। আশা করি গানটি সবার ভালো লাগবে। ডেডলাইন এন্টারটেইনমেন্ট এর ব্যানারে ২৮ ডিসেম্বর গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ