প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আধুনিক গানের পাশাপাশি সঙ্গীতশিল্পী লিজাকে নজরুল সঙ্গীত পরিবেশনে দেখা গেলেও কখনোই রবীন্দ্র সঙ্গীত পরিবেশনে তাকে পাওয়া যায়নি। এবারই প্রথম লিজা রবীন্দ্র সঙ্গীত গাইলেন। কন্ঠশিল্পী নির্ঝরের উদ্যোগ এবং শানের সঙ্গীতায়োজনে রবীন্দ্রনাথের তিনটি গানের সমন্বয়ে একটি গান করা হয়েছে। লিজার কন্ঠে এক গানেই শ্রোতা দর্শক শুনতে পাবেন রবীন্দ্রনাথের ‘তুমি রবে নীরবে’, ‘তুমি কোন কাননের ফুল’ এবং ‘তুমি সন্ধ্যারও মেঘমালা’ এই তিনটি গান। গত মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে শিল্পী, সঙ্গীত পরিচালকের শানের স্টুডিওতে গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে। লিজা বলেন, ‘এবারই প্রথম রবীন্দ্রসঙ্গীত গাইলাম। আমার সাথে গেয়েছেন নির্ঝর। রবীন্দ্র সঙ্গীত সবসময়ই আমার কাছে খুব কঠিন লাগতো। রবীন্দ্রনাথের গান আমার কাছে কখনো সহজ মনে হতো না। ফলে কখনোই রবীন্দ্র সঙ্গীত গাওয়া হয়ে উঠেনি। কিন্তু এবার নির্ঝর এবং শান ভাইয়ের উৎসাহে সাহস নিয়ে গাইলাম।’ লিজা জানান, শিগগিরই গানটি ইউটিউবে প্রকাশ করা হবে। এদিকে আমেরিকায় ২৫ দিন থেকে সম্প্রতি দেশে ফিরেন লিজা। ফিরেই ব্যস্ত হয়ে উঠেন স্টেজ শো নিয়েও। এরইমধ্যে রাজধানীর সোনারগাঁ হোটেলে একটি শো’তে অংশ নিয়েছেন। ৭ থেকে ৯ ডিসেম্বর রাজধানীতে এবং ১১ ডিসেম্বর সিলেটে স্টেজ শো’তে অংশ নিবেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।