Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জানুয়ারিতে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে, নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ-শ্লোগান সামনে রেখে আগামী ১২ জানুয়ারি ২০১৮ থেকে শুরু হতে যাচ্ছে ষষ্ঠদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৮, যা ২০ জানুয়ারি পর্যন্ত চলবে। আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসব আয়োজনের প্রস্তুতি পর্ব চলছে। ষষ্ঠদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রো¯েপকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন্স ফিল্ম, ¯িপরিচুয়াল ফিল্মস, ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেশন-এ বাংলাদেশসহ ৬০টি দেশের মোট দুইশতাধিক চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল ও প্রধান মিলনায়তন, আলিয়স ফ্রসেজ মিলনায়তন, রাশিয়ান কালচার সেন্টার ও স্টার সিনেপ্লেক্সে উৎসবের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। উৎসবের অংশ হিসেবে চলচ্চিত্রে নারীর ভ‚মিকা বিষয়ক চতুর্থ ঢাকা আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স অনুষ্ঠিত হবে। আলিয়ঁস ফ্রসেজ মিলনায়তনে এই কনফারেন্সটি আগামী ১৩-১৪ জানুয়ারী ২০১৮ অনুষ্ঠিত হবে। এছাড়া উৎসবের অংশ হিসেবে প্রথমবারের মতো আগামী ১৫-১৬ জানুয়ারী ২০১৮ ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রিটিকস এসোসিয়েশন অব বাংলাদেশ-এর আয়োজনে এবং আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ফেডারেশন-এর সহযোগিতায় প্রথমএশিয়ানফিল্ম ক্রিটিকস এসেম্বেলী অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ