রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
একুশে পদক প্রাপ্ত চারণকবি বিজয় সরকারের ৩২তম প্রয়াণ দিবস উপলক্ষে নড়াইলে ‘চারণ কবি বিজয় মেলায় এবারের বিজয় মেলায় গত ২০১৫, ২০১৬ ও ২০১৭ এই তিন বছরের জন্য তিনজন কবি বিজয় সরকার স্বর্ণ পদক পেয়েছেন। তারা হলেন কবিয়াল সঞ্জয় মল্লিক (নওয়াপাড়া), কবিয়াল স্বপন সরকার (কোটালীপাড়া), কবিয়াল মোঃ আবু ইউসুপ (চট্টগ্রাম)। বুধবার (৬ ডিসেম্বর) রাত ১০টায় এ তিন লোক কবিকে বিজয় সরকার স্বর্ণ পদক প্রদান করেন সমাপনি অনুষ্ঠানের প্রধান অতিথি ভারতের পশ্চিমবঙ্গের রবীন্দ্রভারতী বিশ^বিদ্যালয়ের সাবেক উপচার্য ড. পবিত্র সরকার।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত সচিব এ ইউ এস এম সাইফুল্লাহ, নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি), জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ড. সুখেন বিশ্বাস, ভারতের পশ্চিমবঙ্গের নেতাজী শতবার্ষিকী মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান বসুধা বিশ্বাস, ভারতের পশ্চিমবঙ্গের লালন একাডেমির সভাপতি সুভেন্দ্র মাইতি, ভারতের পশ্চিমবঙ্গের বিজয় গবেষক ড. হিরামন পোদ্দার, ভারতের পশ্চিমবঙ্গের বিজয় সরকার স্মারক পত্রের সম্পাদক কপিল কৃষ্ণ ঠাকুর, সভাপতি যতিন্দ্রনাথ রায়, বিজয় গবেষক ড. গাজীউর রহমান, বিজয় সরকারের পূত্র কাজল অধিকারী, পশ্চিমবঙ্গ লালন একাডেমীর সম্পাদক তাপসি রায়, বেসরকারী সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, জেলা বিজয় সরকার ফাউন্ডেশনের যুগ্ম-আহবায়ক এসএম আকরাম শাহীদ চুন্নু প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।