রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আগামী ১১ ডিসেম্বর ফরিদপুরে অনুষ্ঠিত জমিয়াতুল মোদার্রেছীন আঞ্চলিক সম্মেলন সফল করার লক্ষে শরীয়তপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শরীয়তপুর আলিয়া মাদরাসা মিলনায়তনে জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি মাওলানা তাছলীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর আঞ্চলিক সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি ও জমিয়াতুল মোদার্রেছীন ফরিদপুর জেলা সভাপতি মাওলানা মো. আবু ইউসুফ মৃধা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা মো. মিজানুর রহমান, ডামুড্যা উপজেলা সভাপতি মাওলানা জাফর আহম্মেদ, জাজিরা উপজেলা সভাপতি আলহাজ মাওলানা আব্দুর রব হাসেমী, নড়িয়া উপজেলা সভাপতি মাওলানা গোলাম মোস্তফা, সদর উপজেলা সভাপতি মাওলানা আবুল বাশার, গোসাইরহাট উপজেলা সভাপতি মাওলানা আবদুল বাতেন, ভেদরগঞ্জ উপজেলা মাওলানা আনোয়ার হোসাইন। প্রস্তুতি সভায় সকল উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আগামী ১১ ডিসেম্বর ফরিদপুরে অনুষ্ঠিত আঞ্চলিক সম্মেলনটি অত্র অঞ্চলের জমিয়াতুল মোদার্রেছীনের জন্য কঠিন পরীক্ষা স্বরূপ। তাই অত্র অঞ্চলের সকল সদস্য ও নেতৃবৃন্দ সম্মেলনটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে কাজ করে যাচ্ছেন। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন। বিশেষ অতিথি থাকবেন জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় মহাসচিব সাব্বির আহম্মেদ মোমতাজী। সম্মেলনটি ফদিরপুরের জসিম উদ্দিন হলে ১১ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।