Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রবাসী আবুল কালাম আজাদের শিক্ষা আন্দোলনে ব্যাপক সাড়া

| প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আলো ছড়াচ্ছে এ কে আজাদ উচ্চ বিদ্যালয়
কক্সবাজার ব্যুরো : কক্সবাজার জেলার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে অজ্ঞতা এবং নিরক্ষরতার বিরুদ্ধে শিক্ষা আন্দোলন গড়ে তোলেছেন প্রবাসী যুবক আলহাজ আবুল কালাম আজাদ। সউদী আরবে প্রবাসী হলেও ভুলেননি পিছিয়ে পড়া তার এলাকার কথা। পর্যটন শহর কক্সবাজারের সাথে লাগোয়া যুগ যুগ ধরে শিক্ষা-দীক্ষায় পিছিয়ে পড়া তার নিজের উপজেলা রামুতে তিনি শুরু করেন শিক্ষা আন্দোলন। ৩০ বছরের যুবক আবুল কালাম আজাদ ঝরে পড়া শিক্ষার্থীদের মূল ধারার সাথে সম্পৃক্ত করা ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে উৎসাহ যোগাতে প্রতিষ্ঠা করেন তার বাবা-মায়ের নামে ‘হাজী আলমাছিয়া ফাউন্ডেশন’। রামু উপজেলার চাইল্লাতলী নামক স্থানে আরো পাঁচ বছর আগে তিনি প্রতিষ্ঠা করেন এ কে আজাদ উচ্চ বিদ্যালয়। এ কে আজাদ উচ্চ বিদ্যালয়টি সার্বিক মূল্যায়নে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে ইতোমধ্যেই।
উল্লেখ্য, এই মিঠাছড়ি ইউনিয়ন থেকে পাকিস্তান আমলে মরহুম জাফর আলম চৌধুরী এবং স্বাধীনতার পর এরশাদ সরকারের সময় তার ছেলে দিদারুল আলম চৌধুরী জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। মরহুম জাফর আলম চৌধুরী সেই ষাটের দশকে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করলেও গোটা ইউনিয়নে হাজার হাজার ছাত্রছাত্রীর জন্য আর কোনো উচ্চ বিদ্যালয় নেই। এ ছাড়া একটি দাখিল মাদরাসা থাকেলেও এর অবস্থা নাজুক। এরই প্রেক্ষিতে প্রবাসী হাজী এ কে আজাদের শিক্ষা আন্দেলন ব্যাপক সাড়া ফেলেছে এলাকায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ