রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরে স্বাচিবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ডা: শাহ মো: মতিয়ার রহমানের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। গকতাল ভোরে শহরের বাঙ্গালীপুর নিজ পাড়ার বাসায় ওই ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ ও বাড়ীর মালিক সুত্রে জানা যায়, রাত আনুমানিক ৪টার দিকে ৬/৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল মুখে কালো কাপড় বেধে ঘরে প্রবেশ করে চিকিৎসক দম্পতিকে বেঁধে ফেলে। পরে অস্ত্র দেখিয়ে তাদের কাছ থেকে চাবি নিয়ে ঘরে থাকা ৫ লাখ টাকা ও ২০ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সকালে পুলিশ ও র্যাবের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় পুলিশ ওই বাসার নিজ তলার ভাড়াটিয়া ফুয়াদ আহমেদ খানকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে। আটক ফুয়াদ আরডিআরএস সংস্থার নীলফামারী অফিসে চাকুরী করতেন এবং সে রংপুর শহরের মুন্সিপাড়ার মৃত: আশেক আলীর পুত্র।
জেলা পুলিশ সুপার জাকির হোসেন খান বলেন, আমরা ডাকাত দলকে গ্রেফতারের কাজ শুরু করে দিয়েছি। এ ব্যাপারে জিজ্ঞাসা বাদের জন্য ভাড়াটিয়া ফুয়াদকে আটক করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।