Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে ডাকাতির ঘটনায় ভাড়াটিয়া আটক

| প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরে স্বাচিবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ডা: শাহ মো: মতিয়ার রহমানের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। গকতাল ভোরে শহরের বাঙ্গালীপুর নিজ পাড়ার বাসায় ওই ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ ও বাড়ীর মালিক সুত্রে জানা যায়, রাত আনুমানিক ৪টার দিকে ৬/৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল মুখে কালো কাপড় বেধে ঘরে প্রবেশ করে চিকিৎসক দম্পতিকে বেঁধে ফেলে। পরে অস্ত্র দেখিয়ে তাদের কাছ থেকে চাবি নিয়ে ঘরে থাকা ৫ লাখ টাকা ও ২০ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সকালে পুলিশ ও র‌্যাবের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় পুলিশ ওই বাসার নিজ তলার ভাড়াটিয়া ফুয়াদ আহমেদ খানকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে। আটক ফুয়াদ আরডিআরএস সংস্থার নীলফামারী অফিসে চাকুরী করতেন এবং সে রংপুর শহরের মুন্সিপাড়ার মৃত: আশেক আলীর পুত্র।
জেলা পুলিশ সুপার জাকির হোসেন খান বলেন, আমরা ডাকাত দলকে গ্রেফতারের কাজ শুরু করে দিয়েছি। এ ব্যাপারে জিজ্ঞাসা বাদের জন্য ভাড়াটিয়া ফুয়াদকে আটক করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ