Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৌদ্দগ্রামে স্কুলছাত্র তাফসিরের সন্ধান দুই দিনেও মেলেনি

| প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : চৌদ্দগ্রামে স্কুলছাত্র তাফসির মিয়াজী (৭) নিখোঁজের দুই দিনেও সন্ধান মিলেনি। নিখোঁজ তাফসির গুনবতী ইউনিয়নের ফুলের নাওড়ী গ্রামের মিয়াজী বাড়ির আফসার মিয়াজীর একমাত্র সন্তান ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। ছেলেকে হারিয়ে মা মোহছেনা আক্তার শিল্পী এখন পাগল প্রায়। তাফসিরের জন্য কান্না থামছে না আত্মীয় স্বজনদের।
জানা গেছে, সদা হাস্যোজ্জ্বল তাফসির বুধবার দুপুরে খাওয়া শেষে খেলতে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরেনি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকলস্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় তাফসিরের নানা শামছুল হক বাদি হয়ে থানায় জিডি করেছেন। কোন সহৃদয়বান ব্যক্তি তাফসিরের সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা বা নি¤েœাক্ত ০১৮৫৯৯৩০৬০০, ০১৮৫৪৪০৯৯৭৬, ০১৮৮৪২৩১২৭৯ নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ