বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে ৫ মহিলাসহ সাত মাওবাদী। গতকাল ভোরে সিরোঞ্চা তহশিলের জিঙ্গানুর ফাঁড়ির প্রায় ১৫ কিমি দূরে কাল্লেদ গ্রামে গুলিযুদ্ধ হয় দু’পক্ষের। পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট সূত্রে ওখানে মাওবাদী স্কোয়াডের উপস্থিতির খবর পেয়ে পাঠানো হয় মহারাষ্ট্র পুলিশের মাওবাদী দমন শাখাকে। গত মঙ্গলবার মাঝরাতে সেখানে যায় সি-৬০ কমান্ডোরা। তারা ছত্তিশগড় নিকটবর্তী ওই গ্রামের জঙ্গল ঘিরে তল্লাশি অভিযান শুরু করে। তখনই গুলির লড়াই শুরু হয় দু’পক্ষের। সাত মাওবাদীর নিহত হওয়ার পাশাপাশি সংঘর্ষস্থল থেকে কিছু অস্ত্রশস্ত্রও মিলেছে বলে জানান পুলিশ কর্তারা। অন্তত দু’জন মাওবাদী জখম হয়েছে, বাকিরা পালিয়ে গেছে বলে জানান তারা। সূত্র : এবিপি আনন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।