Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সরকারি দুই মেডিক্যাল কলেজে নতুন প্রিন্সিপাল নিয়োগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সরকারি দুই মেডিকেল কলেজ-শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ ও এম আবদুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুরে নতুন প্রিন্সিপাল নিয়োগ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
প্রেসিডেন্টের আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুটি প্রজ্ঞাপনে এ সব তথ্য জানানো হয়েছে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ার শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামকে প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক , শিশু ওএসডি, স্বাস্থ্য অধিদফতর, মহাখালীতে ও এম আবদুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুরের ভাইস প্রিন্সিপাল ও এনাটমি বিভাগের অধ্যাপক ডা. কান্তা রায় রিমিকে একই কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ