বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ হয়েছে। গত সোমবার রাতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা পুলিশকে নিয়ে এ বাল্যবিবাহ বন্ধ করেন। মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা জানান, মাধবপুর পৌরশহরের কাটিয়ারা গ্রামের আরাধন কর্মকারের স্কুল পড়–য়া মেয়ে ও প্রেমদাময়ী বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রীর সঙ্গে পার্শ্ববর্তী নাছিরনগর উপজেলার নাসিরপুর গ্রামের বর উত্তম ঘোষের সঙ্গে গত সোমবার রাতে বিয়ের ধার্য্য ছিল এবং বিয়ের সকল প্রস্তুতিও সম্পন্ন ছিল। এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমানের কাছে খবর আসে বাল্যবিবাহের প্রস্তুতির। পরে নির্বাহী কর্মকর্তার নিদের্শে মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা পুলিশ নিয়ে কনের বাড়িতে হাজির হয়ে এ স্কুল ছাত্রীর বিয়ে ঠেকায়। পরে কনের পিতা স্থানীয় কাউন্সিলরদের উপস্থিতিতে তার মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না এ মর্মে মুছলেখা ও অঙ্গীকার নামায় দেন। এ খবর বরপক্ষ জানতে পেরে কনের বাড়িতে আসার মধ্য রাস্তা থেকে ফিরে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।