Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে এসআইবিএল

| প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে। এটি হবে থার্ড মুদরাবা সাব-অর্ডিনেটেড বন্ড। গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করা হবে।
ডিএসই জানিয়েছে, সোস্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ সাত বছরের জন্য ৫০০ কোটি টাকার বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। বন্ডটির প্রতি ইউনিটের মূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি টাকা। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে। এ বন্ড কিনতে কমপেক্ষ এক কোটি টাকার আবেদন করতে হবে। সোস্যাল ইসলামী ব্যাংকের ছয় মাস মেয়াদি মুদারাবা আমানতের মুনাফর সঙ্গে আর দুই শতাংশ যোগ করে বন্ডটির মুনাফার হার নির্ধারণ করা হবে। অর্ধবছর ভিত্তিতে মুনাফা বিতরণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ