বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : বোয়ালখালীর আহলা দরবারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হয়েছে। গত রোববার অনুষ্ঠিত মিলাদ মাহফিলে প্রধান বক্তা ছিলেন মাওলানা খলিলুর রহমান আল আনছারী। তিনি বলেন, বেশি বেশি কোরআন এবং হাদিস শরীফ পড় বা কোরআন ও হাদিসের পথ অনুসরণ করলে দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তি পাওয়া যাবে। মাহফিলে মাওলানা আমিনুল হক বলেন, রাসুলে পাক (সাঃ)’র সুপারিশ পেতে হলে বেশি বেশি করে নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, দরূদ শরীফ যিকিরে ইলাহী পড়তে হবে। তিনি বলেন, মারামারি কাটাকাটি ইসলাম ধর্মে নেই। মাওলানা খুরশীদ আলম বলেন, দুনিয়াতে শান্তি ও পরকালে মুক্তি পেতে হলে সকল ধর্মের মানুষের সাথে ভাল আচরণ করতে হবে। অন্যায় থেকে সরে এসে ভাল পথে চলতে হবে। এতে দুনিয়াতে শান্তি ও আখেরাতে মুক্তি পাওয়া যাবে। আরও ওয়াজ করেন মাওলানা ইলিয়াছসহ বিশিষ্ট ওলামায়েকেরামগণ। ঈদে মিলাদুন্নবীর (সাঃ) কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন তেলাওয়াত, কেরাত, হামদ, নাত, দরূদ শরীফ, ইসলামী গজল, জিকিরে ইলাহী। পরে মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন আহলা দরবারের খাদেম মাওলানা মোহাম্মদ গিয়াস উদ্দিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।