Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গত সপ্তাহে দর বেড়েছে ও কমেছে ১০টি খাতে

প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বেড়েছে ১০টি খাতে। দর কমেছে বাকি ১০ খাতে। জানা গেছে, দর বাড়ার দিক থেকে এগিয়ে রয়েছে ভ্রমণ ও অবকাশ খাত। এ খাতে ২ দশমিক ৭৮ শতাংশ রিটার্ন বেড়েছে। জুট খাতে ১ দশমিক ৭০ শতাংশ দর বেড়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তৃতীয় অবস্থানে থাকা জীবন বীমা খাতে ১ দশমিক ৪৭ শতাংশ দর বেড়েছে। এ ছাড়া সেবা খাতে ১ দশমিক ২৪ শতাংশ, সাধারণ বীমা খাতে ১ দশমিক ২২ শতাংশ, বিবিধ খাতে দশমিক ৯৯ শতাংশ, সিমেন্ট খাতে দশমিক ৭৮ শতাংশ, বস্ত্র খাতে দশমিক ৪৮ শতাংশ, পেপার ও প্রিন্টিং খাতে দশমিক ২৮ শতাংশ এবং ট্যানারি খাতে দশমিক ৫ শতাংশ দর বেড়েছে। অন্যদিকে, দর কমেছে বাকি ১০ খাতে। এর মধ্যে ব্যাংক খাতে ১ দশমিক ৪০ শতাংশ, সিরামিক খাতে ১ দশমিক ৭৬ শতাংশ, প্রকৌশল খাতে ২ দশমিক ৪৯ শতাংশ, আইটি খাতে ১ দশমিক ৩৮ শতাংশ ,খাদ্য ও আনুষঙ্গিক ৪ দশমিক ৮৫ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে দশমিক ৬৬ শতাংশ, এনবিএফআই খাতে ১ দশমিক ৩২ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে দশমিক ৯৮ শতাংশ, টেলিযোগাযোগ খাতে ১ দশমিক ৫৫ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে দশমিক ৩১ শতাংশ শেয়ারদর কমেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গত সপ্তাহে দর বেড়েছে ও কমেছে ১০টি খাতে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ