প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আজ বিকাল ৩ টায় চ্যানেল আইতে প্রচার হবে শহীদ আলমগীর পরিচালিত টেলিফিল্ম ‘সেই তো আবার কাছে এলে’। সুম্ময় সুমনের রচনায় এতে অভিনয় করেছেন সজল, তানজিন তিশা, শেলি আহসান, তন্দ্রা, তারিক স্বপন প্রমুখ। এর গল্পে দেখা যাবে, দিপু ও ক্যামিলির প্রেমের সম্পর্ক ভেঙ্গে গেছে। ক্যামিলি তাকে ছেড়ে ফ্লোরিডায় পাড়ি দিয়েছে এবং ওখানে বিয়ে করে সেটেল হয়েছে। দিপু সিদ্ধান্ত নিয়েছে আত্মহত্যা করার। কিন্তু সাহসে কুলাচ্ছে না। যখন সে সিদ্ধান্ত নিল যে হাতের রগ কেটে সুইসাইড করবে, তখন এক মেয়ের ফোন আসে। মেয়েটা দিপুকে তার প্রেমিক ভেবে কল করে। বলে, সে কমলাপুরে অপেক্ষা করছে দিপুর জন্য। দিপু তাকে বলে, এটা রং নাম্বার। মেয়েটাহুমকি দেয়, দিপু যদি তাকে রিসিভ করতে কমলাপুরে না আসে, তবে সে আত্মহত্যা করবে। আর পুলিশ মেয়েটার ফোন লিস্টে কল দেখবে দিপুর। এই হুমকিতে দিপু ভড়কে যায়। সে দৌড় দেয় কমলাপুরে। ওখানে মেয়েটা তাকে দেখে চমকে ওঠে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।