Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাসান জাহাঙ্গীরের নতুন ধারাবাহিক অ্যাকশন গোয়েন্দা

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

এশিয়ান টিভিতে শুরু হয়েছে হাসান জাহাঙ্গীর পরিচালিত নতুন মেগা ধারাবাহিক অ্যাকশন গোয়েন্দা। এশিয়ান টিভির চেয়ারম্যান হারুনুর রশীদের মূল ভাবনায় ধারবাহিকটির গল্প লিখেছেন পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান শেলী এসপি। নাটকের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। নাটকটির অ্যাকশন গোয়েন্দা টিমে পাঁচজন সদস্য থাকবেন। তাদের মধ্যে একজন থাকবেন টিম লিডার। দেশে সংগঠিত বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নাটকীয়ভাবে দমন করবেন গুয়েন্দা টিম। অ্যাকশন গোয়েন্দা টিম লিডার হিসেবে সিরাজ হায়দার। টিমের অন্য সদস্যরা হিসেবে থাকবেন হাসান জাহাঙ্গীর, সাব্বির আহমেদ, অ্যানি খান ও হুমায়রা হিমু। এছাড়া বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন নওশীন, হিল্লোল, শাহরিয়ার নাজিম জয়, বড়দা মিঠু প্রমুখ। ধারবাবাহিকটি প্রসঙ্গে হাসান জাহাঙ্গীর বলেন, এটি বিগ বাজেটের ধারাবাহিক। গল্পের প্রয়োজনেই দেশের নানা জায়গায় শূটিং করতে হয়। এয়ারপোর্ট, নৌবন্দরসহ দেশ-বিদেশের বিভিন্ন লোকেশনে শূটিং করা হয়। এতে পুরোপুরি থ্রিলারের স্বাদ পাবেন দর্শকরা। সপ্তাহে চারদিন রবি, সোম, মঙ্গল ও বুধবার প্রতিদিন রাত ৯ টায় নাটকটি প্রচার হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ