Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্তিত্ব সঙ্কটে সুন্দরবনের বাঘ

| প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কয়রা (খুলনা) উপজেলা সংবাদদাতা : বাংলাদেশের জাতীয় পশু বিশ্বখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। জাতীয় বন সুন্দরবন বাঘের মূল আবাসস্থল হলেও সর্বশেষ জরিপের রিপোর্টে সুন্দরবনে বাঘের সংখ্যা একেবারেই কম দেখানো হয়েছে। সরকারি বেসরকারি সংস্থার রিপোর্টে গত ৪০ দশকে পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে বাঘের সংখ্যা এক-তৃতীয়াংশে নেমে এসেছে। ২০০৪ সালে বন বিভাগের জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ৪৪০। ২০১৫ সালের এ সংখ্যা দাঁড়ায় ১০৬ এ। ২০১৭ সালের অক্টোবরে যুক্তরাজ্যের কেন্ট বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সুন্দরবনের বাঘ সমীক্ষায় বলা হয়েছে- বাংলাদেশ অংশে সুন্দরবনে বাঘের সংখ্যা ১২১। আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে বাঘের সংখ্যা বেড়েছে এমন দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, ভারত ও নেপাল।
সংশ্লিষ্ট সূত্র মতে, তাপমাত্রা বৃদ্ধি, বনজঙ্গল ধ্বংস, খাদ্য সঙ্কট ও মানুষের নেতিবাচক কর্মকান্ডের কারণে বনাঞ্চলে বাঘসহ অনেক বন্যপ্রাণী অস্তিত্ব সঙ্কটের মুখে পড়েছে। সুন্দরবনের সৌন্দর্যের প্রতিক সবচেয়ে আকর্ষণীয় প্রাণী বাঘ কমতে থাকলে সুন্দরবন ভালো থাকবে এমনটি মনে করার কারণ নেই। বনের আশপাশের পরিবেশ এখন বদলে যেতে শুরু করেছে। ধীরে ধীরে বনের পাশ্ববর্তী এলাকায় গড়ে তোলা হচ্ছে ভারী শিল্পকারখানা। সুন্দরবনের ভেতর দিয়ে প্রতিদিন বড় বড় নৌযান চলাচল করছে যা আগে ছিল না। বাঘের আবাসস্থল নানা কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বনে চোরা শিকারীদের সংখ্যা সংখ্যা বেড়ে চলেছে। দেশে-বিদেশে বাঘের চামড়া, হাড়, দাঁত, অঙ্গপ্রত্যঙ্গের চাহিদা থাকায় পাচারকারীরা আর্থিক ফায়দা লুটতে নির্বিচারে বাঘ হত্যা করছে। অভিজ্ঞ মহলের ধারণা, এ অবস্থা বন্ধ না হলে অচিরেই সুন্দরবন বাঘশূন্য হয়ে পড়বে। এ ব্যাপারে জানতে চাইলে সুন্দরবন পশ্চিম বনবিভাগের ডিএফও মো. বশিরুল আল মামুন বলেন, বাঘ ও বন্যপ্রাণী রক্ষায় স্মার্ট পেট্রোলিং টিম নামের একটি প্রকল্প সরকার অনুমোদন দিয়েছে। এ প্রকল্পের জনবল সুন্দরবনের বন্যপ্রাণী ও সম্পদ পাচাররোধে কাজ করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ