রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ সদর উপজেলার কুবিরখালী ও হরিণাকন্ডু উপজেলার মান্দিয়ার বাজারে পৃথক ঘটনায় দুই ইউপি মেম্বরসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। গত সোমবার দিবাগত রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। হরিণাকন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মেম্বার সাহেব আলী জানান, সোমবার রাতে শ্রীফলতলা বাজার থেকে ইউপি মেম্বার রেজাউল ইসলাম ও আলী হোসেন নিজ গ্রামে ফিরছিলেন। তারা মোটরসাইকেলে মান্দিয়া খালপাড়ে পৌঁছলে ছয়-সাতজনের দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। তাদেরকে কুপিয়ে জখম করে ৫০ হাজার টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। ইউপি মেম্বার রেজাউল হরিণাকন্ডু উপজেলার ভবিতপুর গ্রামের হারেজ মন্ডলের ছেলে। অন্য দিকে, আলী হোসেন মেম্বর রঘুনাথপুর গ্রামের ফৈজদ্দীন মালিথার ছেলে। এঘটনায় তারা হরিণাকন্ডু থানায় মামলা করবেন বলে জানান। এদিকে ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অপূর্ব জানান, একই দিন ঝিনাইদহ সদর উপজেলার কুবিরখালী গ্রামের ইছাহাক আলীর ছেলে মোশাররফ হোসেনকে তার চাচা ও চাচাত ভাইয়েরা কুপিয়ে জখম করে। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইছাহাক আলীর অভিযোগ মাঠের জমি থেকে মাটি কাটা নিয়ে বিরোধের জের ধরে তার ভাই ও ভাতিজারা ছেলে মোশাররফের উপর হামলা চালায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।