রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, সাভার থেকে : ‘হাত ধরেছি আমরা সবাই, বাল্যবিয়ে রুখবোরে ভাই!’ বাল্যবিয়ে, অপ্রাপ্ত বয়সে গর্ভধারণ এবং স্কুলের শিক্ষা থেকে ঝরেপড়া রোধে আরএইচস্টেপ (রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিসেস ট্রেনিং অ্যান্ড অ্যাডুকেশন প্রোগ্রাম) সাভার উপজেলায় নতুন প্রকল্প ‘হ্যালো, আই এম’ (হিয়া) এর কার্যক্রম শুরু করেছে। সমাজের যে সকল রীতি-নীতি বাল্যবিয়েকে প্রভাবিত করে, সেই সকল রীতি-নীতি পরিবর্তনে সমাজের কিশোর-কিশোরী, তাদের বাবা-মা, ধর্মীয় নেতা, স্থানীয় নেতাসহ সাংবাদিক, সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণের মাধ্যমে আরএইচস্টেপ ‘হ্যালো, আই এম’ এর কার্যক্রম বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার করে। কার্যক্রমের অংশ হিসেবে গতকাল সকালে সাভার প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে আরএইচস্টেপ দুই দিনব্যাপী এক প্রশিক্ষণের আয়োজন করেছে। আরএইচস্টেপের প্রগ্রাম ম্যানেজার (হ্যালো, আই এম) ড. সুবীর খিয়াং বাবুর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচির প্রথম দিনে আরএইচস্টেপ এবং হ্যালো আই অ্যাম সম্পর্কিত উপস্থাপনা সম্পাদিত হয়। বাংলাদেশে বাল্যবিয়ের বর্তমান অবস্থা এবং এর ফলাফল নিয়ে বিশদ আলোচনা করেন বক্তারা। আরএইচস্টেপের সাভার উপজেলার ম্যানেজার খন্দকার ফয়সাল আহম্মদ প্রশিক্ষণ কার্যক্রম মূল্যায়ণের মাধ্যমে এর সমাপ্তি ঘোষণা করেন। আরএইচস্টেপÑ হ্যালো আই অ্যাম প্রগ্রামের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার মো. জয়নাল আবেদীন, প্রজেক্ট অফিসার পিনাস আক্তার, প্রজেক্ট অ্যাসোসিয়েট শারমিন সুলতানা, হিতেন্দ্র নাথ রায় এবং মো. শরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।