Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

ছাতকে প্রবাসীর উদ্যোগে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

| প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ছাতকে যুক্তরাজ্য প্রবাসীর উদ্যোগে একটি নতুন মসজিদের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার উপজেলার কালারুকা ইউনিয়নের বোবরাপুর (দিঘলবন্দ) গ্রামের পশ্চিমপাড়ায় এর উদ্বোধন করা হয়। জানা যায়, বোবরাপুর-দিঘলবন্দ গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আব্দুর রউফ তালুকদারের উদ্যোগে মরহুম আছিয়া খাতুন পথিক মসজিদ নামে মরহুম আবদুল আজিজ মেম্বারের বাড়ির সামনে এর ভিত্তিপ্রস্তর স্থাপনপূর্ব আলোচনাসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ আব্দুর রউফ তালুকদার। কালারুকা দাখিল মাদরাসা সূপার মাওলানা মাহবুবুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সৎপুর কামিল মাদরাসার অধ্যক্ষ (অব.) আল্লামা সফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, কালারুকা ইউপি চেয়ারম্যান অদুদ আলম, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল হক, তকিপুর শাহজালাল অ্যাকাডেমির প্রিন্সিপাল হাফেজ মাওলানা আবদুুল হাই, সুনামগঞ্জ জেলা তালামিযের সভাপতি হাফেজ মাওলানা রফিকুল ইসলাম তালুকদার, ইউপি সদস্য কবির আহমদ। উপস্থিত ছিলেন মাওলানা সাজ্জাদুর রহমান নকিবী, মাওলানা আজির উদ্দিন, সমাজসেবী আবদুুল আউয়াল, গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির সেক্রেটারি আমিনুল ইসলাম বকুল, হাজি আমির আলী, মাস্টার আবদুল লতিফ, শ্রমিকনেতা ফজল উদ্দিন, কাজি মাওলানা আব্দুস শাকুর, হাফেজ কুতুব উদ্দিন, হাফেজ হেলাল আহমদ, মাওলানা কামরান আহমদ, দিঘলবন্দ-আরতানপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু জাফর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ