Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউটিউবের সম্মাননা পেলো ফাগুন অডিও ভিশন

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট, ইউটিউব কর্তৃপক্ষ স¤প্রতি দেশের প্রথম বেসরকারি অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনকে ‘ইউটিউব ক্রিয়েটর রিওয়ার্ডস’ প্রদান করে সম্মানিত করেছে। উল্লেখ্য দর্শকদের ভিডিও দেখার জনপ্রিয় এই ওয়েবসাইট ইউটিউব কর্তৃপক্ষ যেসব চ্যানেলের সাবস্ক্রাইবার এক লাখ অতিক্রম করে তাদেরকেই এই সম্মাননার জন্য মনোনীত করেন। গত ৩ জুলাই ফাগুন অডিও ভিশনের সাবস্ক্রাইবার সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে এবং বর্তমানে এই চ্যানেলের গ্রাহক সংখ্যা পৌনে দুই লক্ষেরও বেশি। ফাগুন অডিও ভিশনের এই ব্যাপক দর্শকপ্রিয়তার কারণে ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাগুন অডিও ভিশনকে একটি প্রশংসাপত্র এবং ক্রেস্ট পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন। ফাগুন অডিও ভিশন দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান। নন্দিত এই প্রতিষ্ঠানটি আশির দশক থেকে টেলিভিশনের জন্য মানসম্পন্ন অনুষ্ঠান নির্মাণ করে আসছে। দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নির্মাতা প্রতিষ্ঠানও ফাগুন অডিও ভিশন। প্রায় তিন দশক ধরে এই প্রতিষ্ঠানটি ইত্যাদি ছাড়াও প্রতি বছর দুই ঈদে দু’টি নাটক, স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে ‘সূর্যোদয়ের গান’ ও আমাদের মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক অনুষ্ঠান ‘মুক্তির কথা বিজয়ের গান’, ‘স্বাধীনতা প্রিয় স্বাধীনতা’ এবং বিভিন্ন বিশেষ দিনে এটিএন বাংলার জন্য ‘পাঁচফোড়ন’ নামে একটি ব্যতিক্রমধর্মী ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণ করে আসছে। অনুষ্ঠান নির্মাণে সংখ্যা নয়, মানে বিশ্বাসী এই প্রতিষ্ঠানটির কর্ণধার দেশের বরেণ্য নির্মাতা ও উপস্থাপক বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেত। তার নেতৃত্বে ফাগুন অডিও ভিশন সবসময় মানসম্পন্ন অনুষ্ঠান নির্মাণ করে থাকে। টেলিভিশনের মতো ইউটিউবেও বিশ্বব্যাপী দর্শকরা ইত্যাদি এবং ফাগুন অডিও ভিশন নির্মিত যে কোন অনুষ্ঠানের জন্য অপেক্ষা করেন বলে দ্রæত এই চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা বাড়তে থাকে। টিভি চ্যানেলের মত হাজার হাজার অনুষ্ঠান নয়, অত্যন্ত অল্পসংখ্যক অনুষ্ঠান আপলোড করে স্বল্প সময়ের মধ্যে ফাগুন অডিও ভিশন ইউটিউবের এই স্বীকৃতি পেলো। ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা সুসান উইজেসকি ফাগুন অডিও ভিশনকে দেয়া স্বীকৃতি পত্রে লিখেছেন, ‘আপনি এমন কিছু করেছেন, যা খুব কম সংখ্যক ইউটিউব নির্মাতাই করতে পেরেছে। আপনার সৃষ্টি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করা প্রতিটি মানুষকে স্পর্শ করেছে। তারা অনুপ্রাণীত, সম্পৃক্ত এবং আমোদিত হয়েছে। আপনি আপনার কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং সুস্থ ধারার বিনোদনের মাধ্যমে এই মাইলফলক অর্জন করেছেন। ক্ষুদ্র নিদর্শন এই সিলভার ক্রিয়েটর অ্যাওয়ার্ড দ্বারা আমরা আপনাকে এবং আপনার কঠোর পরিশ্রমকে স্বীকৃতি প্রদান করছি।’ পরিশেষে সুসান উইজেসকি লিখেছেন, ‘আমরা জানি আপনি পুরষ্কারের জন্য এসব করেন নি। আপনি এসব করেছেন এ জন্য যে, আপনার মধ্যে সৃষ্টি করা, আর সেই সৃষ্টি সবার মাঝে ছড়িয়ে দেয়ার প্রচেষ্টা রয়েছে।’ ফাগুন অডিও ভিশনের এই অর্জন সম্পর্কে এর কর্ণধার বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেত বলেন, ‘আমরা সবসময়ই দর্শকদেরকে প্রধান্য দিয়েছি। দর্শকরা সবসময়ই আমাদের সঙ্গে ছিলেন, আছেন এবং আমাদের বিশ্বাস ভবিষ্যতেও থাকবেন। দর্শকদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার কারণে অনেক চ্যানেলের ভীড়ে এখনও ফাগুন অডিও ভিশনের অনুষ্ঠান দর্শক পছন্দের শীর্ষে রয়েছে। আর দর্শকদের রায়ই আমাদের কাছে চূড়ান্ত রায়। দর্শকরা সময় বের করে আমাদের অনুষ্ঠান দেখতে বসেন। আমরাও তাদের সেই সময়ের মূল্য দিতে চেষ্টা করি। ইউটিউবের এই পুরস্কার দর্শকদের ভালোবাসারই বহিঃপ্রকাশ। তাই আমাদের এই পুরস্কারটি দর্শকদের উদ্দেশ্যেই উৎসর্গ করলাম।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ