Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিচালনায় যুক্ত হলেন শহীদ আলমগীর

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

টেলিভিশন মিডিয়ায় অভিনয় থেকে পরিচালনায় অনেক অভিনেতাই এসেছেন। এটা নতুন কিছু নয়। অভিনয় করতে করতে পরিচালনার বিষয়টিও তাদের আয়ত্তে এসে যায়। একজন পরিচালক কীভাবে ক্যামেরা, লাইট, ফ্রেমিং এবং চিত্রনাট্য রচনা করেন, তা অভিনয় করেত গিয়ে শিল্পীরা হাতে-কলমে শিক্ষা পান। এ শিক্ষা নিয়েই অনেকে পরিচালনায় এসেছেন এবং সফলও হয়েছেন। এ তালিকায় রয়েছেন, জাহিদ হাসান, সালাউদ্দিন লাভলু, তৌকীর আহমেদ, মাহফুজ আহমেদ, মীর সাব্বির, শাহরিয়ার নাজিম জয়, আফসানা মিমিসহ আরো অনেকে। এ তালিকায় এবার যুক্ত হলেন রাইফেল মফিজ খ্যাত অভিনেতা শহীদ আলমগীর। গত সপ্তাহে একটি টেলিফিল্মের মাধ্যমে তার পরিচালনার যাত্রা শুরু হয়েছে। টেলিফিল্মটির নাম ‘সেই তো আবার কাছে এলে’। ইতোমধ্যে এর শূটিং শেষ করেছেন। এ সপ্তাহেই এটি চ্যানেল আইতে প্রচার হবে। পরিচালনায় আসা প্রসঙ্গে শহীদ আলমগীর বলেন, পরিচালনার বিষয়টি অত্যন্ত কঠিন একটি কাজ। একজন পরিচালকের ওপরই নাটক বা টেলিফিল্মের সার্থকতা নির্ভর করে। সাফল্য-ব্যর্থতার দায়ও তাকেই নিতে হয়। এর কারণ তিনি হচ্ছেন, ‘ক্যাপ্টেন অব দ্য শিপ’। একজন জেনারেলকে যেমন সঠিকভাবে যুদ্ধ পরিচালনা করতে হয়, তেমনি যুদ্ধের হার-জিতের দায়িত্বও তাকে নিতে হয়। আমার দীর্ঘ অভিনয় জীবনে অনেক গুণী পরিচালকের নির্দেশনায় কাজ করেছি। তাদের সান্নিধ্যে এসে অত্যন্ত মনোযোগ দিয়ে পরিচালনার কাজটি পর্যবেক্ষণ করেছি। মাঝে মাঝে তাদের সহকারী হিসেবেও কাজ করেছি। ফলে পরিচালনা সম্পর্কে কিছুট হলেও বাস্তব জ্ঞান অর্জন করেছি। এই জ্ঞানকে কাজে লাগিয়েই পরিচালনায় নেমেছি। এক্ষেত্রে আমি অবশ্যই কৃতজ্ঞ চ্যানেল আইয়ের ইবনে হাসানের কাছে। তিনিই আমাকে সাহস ও উৎসাহ দিয়েছেন এবং পরিচালনার প্রথম কাজটি করতে ব্যাপক সহযোগিতা করেছেন। বলা যায়, তিনি আমার পরিচালনার পথের গুরু। প্রথম কাজ হিসেবে চেষ্টা করেছি, নিজের পুরো মেধা প্রয়োগ করতে। শ্রম ও নিষ্ঠা দিয়ে কাজটি করেছি। টেলিফিল্মের অভিনয় শিল্পী, সজল, তিশাসহ ইউনিটের প্রত্যেকের সহযোগিতা পেয়েছে। তাদের সহযোগিতার কারণেই কাজটি সম্পন্ন করতে পেরেছি। শহীদ আলমগীর বলেন, আশা করছি, নিয়মিত পরিচালনায় যুক্ত হবো। পাশাপাশি অভিনয়টাও চালিয়ে যাবো। কারণ আমার অগ্রজ যেসব শিল্পী পরিচালনায় যুক্ত হয়েছেন, তারা পরিচালনার পাশাপাশি অভিনয়ও করে যাচ্ছেন। আমি তাদের পথেই চলতে চাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ