Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউটিউবে মিউজিক্যাল ফিল্ম দূরত্ব

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 দীর্ঘ বিরতীর পর প্রকাশিত হলো ‘এক জীবন’খ্যাত কণ্ঠশিল্পী শহীদের নতুন গান ও ভিডিও। ‘দূরত্ব’ শিরোনামের এই গানটির ভিডিওতে মডেল হয়েছেন অন্তু করিম ও হিমি। গল্পনির্ভর ভিডিওটি নির্মাণ করেছেন তানজিম মিশু। লুৎফর হাসানের কথা-সুর ও আমজাদ হোসেনের সংগীতায়োজনে সম্প্রতি গানটির ভিডিও প্রকাশ করেছে প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি। গানটি প্রকাশের পর থেকে বেশ সাড়া পাচ্ছেন বলে জানান শহীদ। তিনি বলেন, ‘অনেকদিন পর নতুন মিউজিক ভিডিও প্রকাশ হলো আমার। অনেক শ্রম আর ভালোবাসা দিয়ে গান ও ভিডিওটি তৈরি করেছি আমরা। ভালো একটি কাজ হয়েছে। আমার বিশ্বাস, মিউজিক ভিডিওটি সকলের ভালো লাগবে।’ এদিকে সুপারহিট গান ‘এক জীবন’ এর ভিডিও থেকেই মডেল-অভিনেতা অন্তু করিমকে নিয়ে কাজ করছেন কণ্ঠশিল্পী শহীদ। তবে তাদের অন্য যে কোনও ভিডিওর চেয়ে এবারের গল্প এবং নির্মাণ ভাবনা বেশ আলাদা। এই ভিডিওতে অন্তু করিমকে হিমির বিপরীতে দেখা গেছে যুবক এবং বৃদ্ধর চরিত্রে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ