Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনসংযোগ কর্মকর্তাদের বিজেম প্রশিক্ষণ

| প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেক্ট্রনিক মিডিয়া (বিজেম) আয়োজিত ‘জনসংযোগ, গণমাধ্যম ও যোগাযোগ কৌশল’ শীর্ষক ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে। ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে সম্প্রতি সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান। তিনি বলেন, পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি জনসংযোগ কর্মকর্তাদেরকে গণমাধ্যমের সঙ্গে সু-সম্পর্ক গড়ে তুলতে হবে। আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতেও তাদের হতে হবে দক্ষ। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং তথ্য প্রদানের উপরও গুরুত্বারোপ করেন। বিজেম এর নির্বাহী পরিচালক মির্জা তারেকুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা বেলাল আহমেদ এবং মার্কেন্টাইল ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান আবদুল হামিদ সোহাগ। প্রশিক্ষণ কোর্সটিতে বাংলাদেশ সেনাবাহিনী, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), সাধারণ বীমা কর্পোরেশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান ও সংস্থার মোট ১৭ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। কোর্সটি পরিচালনা করেন দেশের খ্যাতিমান সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জনসংযোগবিদগণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ