Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নভেম্বর মাসে বিজিবি’র অভিযান

| প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

৬২ কোটি ৪৪ লক্ষাধিক টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ
বিশেষ সংবাদদাতা : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত নভেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৬২ কোটি ৪৪ লক্ষ ৭৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত মাদকের মধ্যে রয়েছে ৩,৬৩,৭৮৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৮,৪৫৭ বোতল বিদেশী মদ, ২৮৯ লিটার বাংলা মদ, ৪,২০১ ক্যান বিয়ার, ২০,৩৬১ বোতল ফেনসিডিল, ১,৪৫০ কেজি গাঁজা, ৬৮৮ গ্রাম হেরোইন, ৭,৬৮০ টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, নেশাজাতীয় ইনজেকশন ১,৬৫৫ এবং ৬,৪২,১৭৮ টি অন্যান্য ট্যাবলেট। অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে ১৩,০০৫ টি শাড়ী, ২,৩৬৬ টি থ্রিপিস/শার্টপিস, ৮,৬৫৮ মিটার থান কাপড়, ২,৭৮৯ টি তৈরী পোশাক, ২০,১৬৫ সিএফটি কাঠ ও ৩ কেজি ৮৩৪ গ্রাম স্বর্ণ । গত মাসে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১৮ পিস্তল, ০২ টি বন্দুক, ৬০টি গুলি এবং ১২টি ম্যাগাজিন। এছাড়াও বিজিবি’র অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৪৬ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২২২ জন বাংলাদেশী নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ০৭ জন ভারতীয় নাগরিককে আটকপূর্বক ৩ জনকে থানায় সোপর্দ করা হয় এবং ৪ জনকে বিএসএফ এর নিকট হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি হতে নভেম্বর মাস পর্যন্ত বিজিবি ১১৬২ কোটি ৫৮ লক্ষ ৬৬ হাজার ১৯৯ টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য আটক করতে সক্ষম হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ