Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রক্তদহ বেইলি ব্রিজে ঝুঁকি নিয়ে পারপার : দুর্ঘটনার আশঙ্কা

| প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : আদমদীঘিতে রক্তদহ বিলের উপর বেইলী ব্রিজটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ার পরও ব্রিজটি দিয়ে জনসাধারণ ও যানবাহন চলাচল করছে জীবনের ঝুঁকি নিয়ে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আদমদীঘি উপজেলার রক্তদহ বিলের উপর বেইলী ব্রিজটি নির্মাণ হওয়ার কারণে অত্র উপজেলার আদমদীঘি সদর ইউনিয়নের ও পাশর্^বর্তী রানীণগর উপজেলার কিছু অংশসহ বিভিন্ন এলাকার জনসাধারণ এবং বিভিন্ ধরনের পরিবহন প্রতিনিয়ত চলাচল করে আসছে। বর্তমান বেইলী ব্রিজটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ার ঝুকি নিয়ে ব্রিজের ওপর দিয়ে চলাচল করতে দেখা গেছে। আদমদীঘি উপজেলার রক্তদহ বিলের উপর বেইলী ব্রিজটির দীর্ঘদিন ধরে সংস্কার কাজ না করার কারণে ব্রিজের পাটাতনগুলো নষ্ট হওয়ার ফলে দিন দিন ফাকা হয়ে যাচ্ছে। ব্রিজটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। বিশেষ করে আদমদীঘি সদর ইউনিয়নের লোকজন এ ব্রিজটি সান্তাহার শহরের সাথে যোগাযেগের একমাত্র পথ। আদমদীঘি উপজেলার মধ্যে সান্তাহার গুরুত্বপূর্ণ্য জায়গা হওয়াই সেখানে জংশন স্টেশন, হাট-বাজার, স্কুল কলেজ, ব্যবসা, চাকুরীসহ বিভিন্ন কাজে এই বেইলি ব্রিজটির ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে। জানা যায়, আদমদীঘির কদমা মৎস্য খামারের নিকট রক্তদহ বিলের খালের উপর ২০০৬ সালে সড়ক ও জনপদ বিভাগের তত্বাবধানে ৬০.৯৬ মিটার দৈর্ঘ্য রক্তদহ ষ্ট্রিল ব্রিজ নির্মাণ করা হয়। তৎকালীন বিএনপি সরকারের আমলে স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ আব্দুল মোমিন তালুকদার খোকার অক্লান্ত পরিশ্রমে এবং এলাকাবাসীর সুবিধার কথা চিন্তা করে রক্তদহ বিলের উপর বেইলী ব্রিজটির নির্মাণ কাজ শেষ হয়। ২০০৬ সালে ১৬ই মার্চ জনগণের চলাচলের জন্য ব্রিজটি উদ্বোধন করা হয়। ব্রিজটি নির্মাণের পর অবহেলা অযন্তে অল্প কয়েক বছর অতিবাহিত হতে নাহতে ব্রিজের পাটাতন ওঠতে শুরু করে। নির্মাণের পর অধ্যবধি ব্রিজটির কোনো সংস্কার কাজ হয় নি। ফলে বর্তমানে ব্রিজটি জরাজীর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। দিন দিন ব্রিজের রেলিংয়ের এ্যাংগেল নাটবল্টু চুরি করে নিয়ে যাচ্ছে। ফলে বেইলি ব্রিজটি নরবড়ে অবস্থায় রয়েছে। এছাড়া পাটাতন ভেঙ্গে যাওয়ায় ব্রিজের উপড় দিয়ে যানবাহন ও জনসাধারণ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। যে কোন মুহূর্তে পাটাতন ভেঙে প্রাণহানিসহ বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। এব্যাপারে উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন জানান, এই স্ট্রিলের বেইলি ব্রিজটি স্থানীয় সরকারের অধীন থেকে সড়ক ও জনপদ অধিদপ্তর হস্তান্তর করায় তারাই মেরামতের ব্যবস্থা নিবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ