Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পচা চিংড়ি যায় চাইনিজ রেস্টুরেন্ট!

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

পচা দুর্গন্ধযুক্ত চিংড়ি মাছ বিক্রির জন্য রাখা হয় নগরীর ফিশারিঘাটে। সেখানে গতকাল (সোমবার) ভ্রাম্যমান আদালতের অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া মুন। আদালতকে মাছ ব্যবসায়ীরা জানান, এসব পচা চিংড়ির ক্রেতা নগরীর চাইনিজ রেস্টুরেন্টের মালিকেরা। কমদামে তারা এসব মাছ নিয়মিত কিনে নেয়। পচা চিংড়ি খাওয়ানো হয় এসব রেস্টুরেন্টের গ্রাহকদের। পরে আদালত মাছগুলো জব্দ করে মাছ বিক্রেতা মোঃ মহসীনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
ম্যাজিস্ট্রেট তানিয়া জানান, ফিশারিঘাটে বিক্রির জন্য পচা গলা চিংড়িগুলো জড়ো করে রাখা হয়েছিল। ভ্রাম্যমাণ আদালত মাছগুলো জব্দ করেছে। তিনি বলেন, নষ্ট এসব চিংড়ি বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে কমদামে বিক্রি করা হয় বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে বিক্রেতা মোহসীন। জব্দ করা মাছের ওজন প্রায় ২৫ কেজি। মাছগুলো ধ্বংস করে ‘মাছ ও মাছজাত দ্রব্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮৩’ অনুযায়ী বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জেলা মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তরের পরিদর্শক মোঃ সাখাওয়াত হোসেন এবং পরিদর্শক মোঃ আশওয়াদুল আলম উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ