Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে চালককে মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

| প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : সৈয়দপুরে গতকাল সকাল ১১টা থেকে দুই ঘণ্টাব্যাপী দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করেছে নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সদস্যরা। আহত চালক মোক্তার জানায়, নীলফামারী থেকে মুমু নামের একটি মিনিবাস সৈয়দপুরে আসার সময় সামনে থাকা সেনাবাহিনীর একটি গাড়িকে সাইড দেয়ার জন্য বারবার হর্ণ দেয়। এতে সেনা সদস্যরা ক্ষিপ্ত হয়ে গাড়ি থামিয়ে চালক মোক্তার (৩৪) ও হেলপার রাজাকে (২৫) শারারিকভাবে লাঞ্ছিত করে। এই খবর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে পৌঁছালে মটর শ্রমিকরা উৎজিত হয়ে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে। এ সময় সব ধরনের যানচলাল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বজলুর রশিদ, নীলফামারী জেলা বাস-বাসমিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আখতার হোসেন বাদল, সৈয়দপুর থানার ইন্সপেক্টর তদন্ত তাজউদ্দিনসহ অন্যান নেতৃবৃন্দের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ