Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

বিসিবির পরিচালক নির্বাচিত সৈয়দ আশফাকুল ইসলাম টিটুকে সংবর্ধনা

| প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা : বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ঢাকা বিভাগীয় পরিচালক পদে নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটুকে কিশোরগঞ্জে সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার রাতে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া পরিবারের উদ্যোগে পুরাতন স্টেডিয়ামে তাকে সংবর্ধনা দেয়া হয়। সাবেক ক্রীড়াবিদ এম এ কব্বিহ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এ আফজাল, পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, এপিএস সাজ্জাদ হোসেন শাহীন ও অধ্যক্ষ শরীফ আাহমেদ সাদী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মঈনুজ্জামান অপু প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সৈয়দ আশফাকুল ইসলাম টিটুকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। ক্রীড়া পরিবারের পক্ষ থেকে তাকে ক্রেস্ট দেয়া হয়। এ সময় বাউল শিল্পী আশিক বাউল গান পরিবেশ করেন। এর আগে স্থানীয় শিল্পীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। এর আগে শহরে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ