Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সহকারী শিক্ষকসহ সহোদরের বিরুদ্ধে মামলা

শিবগঞ্জে পিইসি পরীক্ষায় ১৪৪ ধারা ভঙ্গ

| প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র রোববার প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিইসি) পরীক্ষা চলাকালে জারিকৃত ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারা ভঙ্গ করে একই বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মো. শুকুদ্দির মেয়ে মোসা. সালসাবিলা ও তার সহোদর ভাই গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের এমএলএসএস তৌহিদুল ইসলাম ওরফে হিটলার। এঘটনায় ওই স্কুলের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম বাদি হয়ে সহকারী শিক্ষক ও তার সহোদর ভাইয়ের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার বিবরণে জানাগেছে, কৃষ্ণচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিএসসি পরীক্ষা চলাকালে পরীক্ষার ১০ মিনিটি পূর্বে ১৪৪ ধারা জারি ভঙ্গ করে জোরপূর্বক কেন্দ্রে প্রবেশ করে তৌহিদুল ইসলাম। এসময় তার মেয়েকে পরীক্ষায় সহযোগিতায় করার লক্ষে এক গ্রাম পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করে। এক পর্যায়ে পরীক্ষা শেষে অফিস কক্ষে উত্তরপত্র গোছানোর সময়ও তৌাহিদুল ও তার বোন সহকারী শিক্ষক মোসা. সালসাবিলা অযাচিতভাবে প্রবেশ করে। পরে প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম উত্তরপত্র বেঁধে উপজেলা শিক্ষা অফিসে আসতে চাইলে তোৗহিদুল প্রধান শিক্ষক সাদিকুলকে কেন্দ্রের বাইরে আসলে দেখে নেয়ার হুমকি প্রদান করে। তাৎক্ষণিক প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলামকে মৌখিকভাবে বিষয়টি অবহিত করে। এ ঘটনায় পরীক্ষা কেন্দ্রে বিশৃংখলা পরিবেশ সৃষ্টিকারীর বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ এনে রোববার রাতেই শিবগঞ্জ থানায় একটি মামলা (মামলা নং- ০৩, তারিখ- ০৩-১২-১৭) দায়ের করা হয়েছে। তবে সোমবার বিকেল পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ