Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে বাল্যবিয়ে নিরোধে অ্যাডভোকেসি সভা

| প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : উপজেলা পর্যায়ে ইউনিসেফ জিওবি কার্যক্রমের আওতায় চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিয়ে নিরোধকল্পে অ্যাডভোকেসি ও মোবিলাইজেশন বিষয়ক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাই নবাবগঞ্জ এলসিবিসিই প্রকল্পের আয়োজনে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও চাঁপাই নবাবগঞ্জ ইউনিসেফের যৌথ সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সায়েমা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আকতার, ইউনিসেফ বাংলাদেশ রাজশাহী প্রতিনিধি রমা সাহা, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি শরিফা খাতুনসহ অন্যরা। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সচিব, সাব-রেজিস্ট্রার, বিবাহ নিবন্ধক, শিক্ষক, শিবগঞ্জ ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার ও শিবগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম অংশ নেন। কর্মশালায় সময়োপযোগি করেন নতুনভাবে প্রণয়নকল্পে প্রণীত বাল্যবিয়ে নিরোধ আইনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সেই সাথে বাল্যবিয়ে নিরোধকল্পে জনপ্রতিনিধিদের আরো এগিয়ে আসার আহ্বান জানানো হয় কর্মশালায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ