রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : আড়াইহাজারের রমজান (৮) নামের এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল ভোরে উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহিন্দী গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের স্বপনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির মা স্থানীয় তিলচন্দী বাজারে পিঠা বিক্রি করেন। সোমবার ভোরে তিনি দোকানে এসে পিঠা তৈরির জন্য চালের গুড়া আনার জন্য শিশুটিকে বাড়িতে যেতে বলেন। শিশুটি তা না করায় তার মা তাকে বকাঝকা করেন। এতে মায়ের উপর অভিমান করে শিশুটি নিজেদের বসতঘরের দরজা বন্ধ করে আঁড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। শিশুটির দাপাদাপিতে পাশের ঘরের লোকজন দরজা ভেঙে তাকে নিচে নামায় এবং সুস্থ্য করার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। আড়াইহাজার থানার ওসি এম এ হক ঘটনার সত্যতা স্বীকার করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।