Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে বাউল শিল্পীর বাড়িতে ভাঙচুর লুটপাট

| প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপুরে কীর্ত্তনখোলা পল্টন পাড়ে গত শনিবার বিকালে বাউল শিল্পী মাজেদা সরকারের বাড়িতে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে লুটপাট ও ভাংচুর করে এবং শিল্পীর ছেলে সরুপ(৭) ও মেয়ে বিন্দিয়া (১৩)কে মারধোর করে আহত করে। এতে নগদ ৭০হাজার টাকা,স্বর্নালংকার সহ ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩লাখ টাকা। এলাকাবাসী জানায়,বাউল শিল্পী মাজেদা বিগত ১৬বছর ধরে কীর্ত্তনখোলা পল্টন পাড়ে নিজস্ব জমিতে ঘর নির্মান করে বসবাস করে আসছে। গত শনিবার বিকাল সাড়ে তিনটার সময় ১০/১২জনের সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে হামলা,ভাংচুর ও লুটপাট করে এবং দুই সন্তানকে মারধোর করে আহত করে। এ ব্যাপারে বাউল শিল্পী মাজেদা সরকার বাদী হয়ে সখিপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ