Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে ছাত্রীকে যৌন হয়রানির বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

| প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার সুন্দরগঞ্জে চন্ডিপুর এটিএন উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষক কর্তৃক জনৈক ছাত্রীকে যৌন হয়রানী করায় বিচারের দাবীতে গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিক্ষুদ্ধ এলাকাবাসি।
জানা গেছে, উক্ত বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক সাজ্জাদুল করিম (টিপু) দীর্ঘদিন থেকে ওই বিদ্যালয়ের ৯ম শ্রেণির জনৈক ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়াসহ যৌন হয়রানী করে আসছিল। ওই ছাত্রী তার অভিভাবককে বিষয়টি অবগত করলে ঘটনাটি ফাঁস হয়ে যায়। এ নিয়ে গতকাল রোববার এলাকাবাসি ফুসে উঠলে শিক্ষকের অপসারণসহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। মিছিল শেষে চন্ডিপুর চৌরাস্তা মোড়ে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা পরিষদ সদস্য জামিউল আনছারি লিংকন, ছাত্রলীগ নেতা জুয়েল, শামীম মিয়া, ছাত্রীর বাবা চঞ্চল মাহমুদ প্রমুখ। বক্তাগণ অবিলম্বে নারী লিপ্সু শিক্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তিসহ অপসারণের দাবী জানান। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এব্যাপারে ইউএনও এসএম গোলাম কিবরিয়ার সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ