বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশাল ব্যুরো : ইবতেদায়ী থেকে কামিল পর্যন্ত মাদরাসায় কর্মরত শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করনের দাবিতে গত শনিবার মাদরাসা প্রধানদের প্রতিনিধি সম্মেলন সফল করার লক্ষ্যে সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। নগরীর বাইতুল মোকাররম মসজিদে সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রিয় জমিয়াতুল মোদার্রেছীনের সাংগঠনিক সচিব বরিশাল মহানগর জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি বাঘিয়া আল আমিন কামিল মাদরাসার প্রিন্সিপাল মাও মোঃ আবদুর রব। বক্তৃতা করেন কাশেমাবাদ ছিদ্দিকিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল বরিশাল জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি মাওঃ আবু ছায়্যেদ কামেল কাওছার, জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সম্পাদক মাওঃ মোঃ ইব্রাহিম খান, বরিশাল মহানগর সম্পাদক মাওঃ নজরুল ইসলাম, ভোলা জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সম্পাদক মাওঃ মোবাশ্বিরুল হক নাঈম, পটুয়াখালী জেলার সম্পাদক মাওঃ শাহ মাহমুদ ওমর জিয়াদ, বরগুনা জেলা সম্পাদক মাওঃ হারুন অর রশিদ, পিরোজপুর জেলার সম্পাদক মাওঃ ফারুক আহম্মদ, নেছারবাদ কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওঃ মো শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন মাওঃ রফিকুল ইসলাম, মাওঃ আলতাফ হোসেন, মাওঃ রিয়াজ, মাওঃ আনসার উদ্দিন সরদার, মাওঃ সোহরাব হোসাইন, মাওঃ আব্দুর সবুর প্রমুখ। সভায় নেতৃবৃন্দ মাদরাসার শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করনের দাবিতে আগামী ১০ ডিসেম্বর বিভাগের সকল মাদরাসার প্রধানকে অশ্বিনী কুমার টাউন হলের আঞ্চলিক সম্মেলনে যোগদানের জন্য আহবান জানান। সভায় নেতৃবৃন্দ মাদরাসার শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করনের দাবিতে আগামী ১০ ডিসেম্বর সকাল ৯ টায় বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে বরিশাল বিভাগের সকল মাদরাসার প্রধানকে আঞ্চলিক সম্মেলনে যোগদানের আহবান জানানো হয় উক্ত সম্মেলনে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় সভাপতি দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ এ এম এম বাহাউদ্দীন এবং কেন্দ্রীয় মহাসচিব আলহাজ মাওঃ সাব্বির আহম্মদ মোমতাজী উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। ২০১৮ সালের জানুয়ারী মাসের ১ম সপ্তাহে ঢাকায় মহাসম্মেলনে সকল শিক্ষক কর্মচারীকে যোগদানের আহবান জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।