রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে বাড়ির সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ তিনজন আহত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার বাতিসা ইউনিয়নের উল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন; ওই গ্রামের সহিদ মিয়ার স্ত্রী কুলছুমা বেগম, জুনায়েদ হোসেন আরমানের স্ত্রী সালমা আক্তার ও অটোচালক আবদুল মালেকের পুত্র আরিফ হোসেন।
চৌদ্দগ্রাম থানায় দায়েরকৃত অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন ধরে উল্লাপাড়া গ্রামের আরিফ হোসেনের পরিবারের সাথে একই বাড়ির রাকিবের পরিবারের বাড়ির সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এনিয়ে রোববার বাকবিতন্ডার জেরে রাকিবের পরিবারের লোকজন আরিফ হোসেনের পরিবারের উপর হামলা করে। হামলায় আরিফ হোসেন, কুলছুমা বেগম ও সালমা আক্তার আহত হয়েছে। হামলাকারীরা সাড়ে তিন ভরি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এঘটনায় আরিফের মা শাহেনা বেগম বাদি হয়ে ছয়জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আসামীরা হলেন; একই বাড়ির মৃত ফটিক মিয়ার স্ত্রী জাহানারা বেগম, পুত্র রাকিব হোসেন, শাহাদাত হোসেন, মেয়ে আনোয়ারা আক্তার, পাশ্ববর্তী পাটানন্দি গ্রামের দুলাল মিয়ার পুত্র রবিউল ও জাকির মিয়ার পুত্র সবুজ। এ ব্যাপারে বিবাদী রাকিব হোসেন জানান, বাদির অভিযোগ সম্পূর্ণ সঠিক নয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।