বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : বিশিষ্ট তরুণ আলেমেদ্বীন আল্লামা মামুনুল হক বলেছেন, কুরআন ও সুন্নাহ’র আদর্শ বাস্তবায়নই হবে নবীজী (সা:)’র প্রতি যথাযথ সম্মান প্রদর্শন। মহানবী মুহাম্মদ (সা:) কোন গোত্রীয় নবী নন। তার নবুয়তে কোন সীমাবদ্ধতা নেই। তিনি মহা-বিশ্বের নবী। তিনি ইহকাল ও পরকালের নবী। ব্যক্তি থেকে শুরু করে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রসহ সকল ক্ষেত্রেই রয়েছে তার আদর্শের বিস্তৃতি। এসব ক্ষেত্রসমূহে তার আদর্শ বাস্তবায়ন করা হলে শুধু মুসলমান নয়, গোটা মানবজাতি প্রকৃত মানুষ হিসেবে প্রতিষ্ঠা পাবে। তিনি গত শুক্রবার রাতে রায়পুরার দড়িহাইলমারা গ্রামে জামি’আতুস সুন্নাহ আল ইসলামিয়া মাদ্রাসা দুই দিন ব্যাপী ইসলামী মহা-সম্মেলনের দ্বিতীয় দিন আলোচক হিসেবে বক্তৃতা কালে একথা বলেন। মাওলানা ইসমাইল নূরপুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দেওনা’র পীর অধ্যক্ষ মুহা: মিজানুর রহমান চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মাওলানা নিয়ামত উল্লাহ ফরিদী, মুফতি মোবারক উল্লাহ ও মুফতি হেদায়েত উল্লাহ আজাদী। প্রথম দিন সভাপতিত্ব করেন হাফেজ মো: হাফিজুল্লাহ। প্রধান অতিথি ছিলেন দারুল আরকাম, বি-বাড়ীয়ার মহাপরিচালক মাওলানা সাজেদুর রহমান। বক্তৃতা করেন মাওলানা যোবায়ের আহমেদ আনসারী, মাওলানা সুলতান উদ্দিন নুরী ও মাওলানা আব্দুল বাসেত খান। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা ওয়ালিউল্লাহ। সম্মেলনের আয়োজক ছিলেন জামি’আতুস সুন্নাহ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা জাকারিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।