Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনিসুল হকের প্রতি শ্রদ্ধা এক ঘণ্টা বেশি কাজ করেছে পরিচ্ছন্নতাকর্মীরা

| প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি কর্পোরেনের মেয়র মরহুম আনিসুল হকের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন সংস্থাটির পরিচ্ছন্নতাকর্মীরা। এ উপলক্ষে তারা গতকাল রোববার একঘণ্টা সময় বেশি কাজ করেছেন। মরহুম মেয়র আনিসুল হকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিচ্ছন্নতাকর্মীরা।
এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডোর এম এ রাজ্জাক বলেন, আনিসুল হক ছিলেন সর্বজন শ্রদ্ধেয় মানুষ। তিনি আমাদের শীর্ষস্থানীয় কর্মকর্তা থেকে শুরু করে একজন পরিচ্ছন্নতাকর্মী পর্যন্ত বিস্তৃত ছিলেন। সবাই তাকে ভালোবাসতেন। তার ইন্তেকালে অনেকেই কেঁদেছেন। তার কাজের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দেখিয়েই পরিচ্ছন্নতাকর্মীরা আজ (গতকাল রোববার) একঘণ্টা বেশি কাজ করেছেন। এ জন্য তারা বাড়তি কোনও পারিশ্রমিক নেবেন না। তিনি জানান, উত্তর সিটি কর্পোরেশনের নিয়মিত ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন। সাধারণত তারা প্রতিদিন ভোর ৫টা থেকে ১১টা পর্যন্ত কাজ করেন। কিন্তু আজ তারা দুপুর ১২টা পর্যন্ত কাজ করেছেন।
জানতে চাইলে সাত রাস্তা এলাকার পরিচ্ছন্নতাকর্মী মুরশিদা আক্তার বলেন, মেয়র ছিলেন খুব ভালো মানুষ। এক অনুষ্ঠানে তিনি আমাদের সবার প্রতি সম্মান দিয়ে কথা বলার জন্য নির্দেশ দিয়েছেন। তার কাছে আমরা সব সময় চলে যেতে পারতাম। তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের কাউকে কাজ করতে দেখলে গাড়ি থেকে নেমে কথা বলতেন। তিনি সব সময় এই শহর ও মানুষের জন্য কাজ করেছেন। আমরা তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে একঘণ্টা কাজ বেশি করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আমাদের সবার হৃদয়ে থাকবেন।
মরহুম মেয়র আনিসুল হক সম্পর্কে জানতে চাইলে কর্পোরেশনের আরেক পরিচ্ছন্নতাকর্মী ষাটোর্ধ্ব বৃদ্ধ রমজান আলী আবেগ আপ্লুত হয়ে পড়েন। বলেন, স্যারের মতো আর কোনও স্যার নেই। তিনি সবার প্রিয়। আমরা পরিচ্ছন্নতাকর্মী বলে কখনো আমাদের নিচু দৃষ্টিতে দেখতেন না। আমাদের সাহস দিতেন। উৎসাহ দিতেন। ভালো কথা বলতেন। দেখা হলে আমাদের বাচ্চাদের খোঁজখবর নিতেন। এমন আন্তরিকতা অন্য কোনও মেয়রের সময় আমরা পাইনি।
ঢাকা দক্ষিণ সিটিতে অর্ধদিবস ছুটি পালন
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মরহুম আনিসুল হকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গতকাল রোববার অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। গতকাল রোবাবার দুপুরে ডিএসসিসি’র জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় ইনকিলাবকে এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও বলেন, মরহুম মেয়র আনিসুল হকের প্রতি সম্মান জানাতে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়সহ (নগর ভবন) পাঁচটি আঞ্চলিক কার্যালয়ে আজ (গতকাল রোববার) অর্ধদিবস ছুটি পালন করা হয়েছে। অন্যদিকে, মরহুম মেয়র আনিসুল হকের প্রতি শ্রদ্ধা জানাতে গত শুক্রবার ১ ডিসেম্বর থেকে গতকাল রোববার পর্যন্ত তিন দিনের শোক পালন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ জন্য শুক্র ও শনিবার সরকারি ছুটির দিন ছাড়াও গতকাল রোববারও ডিএনসিসির সব কার্যালয় বন্ধ ছিল।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ