Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

গফরগাঁও থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল-ফাতাহ খানের গণসংযোগ

| প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ময়মনসিংহ ব্যুরো : ময়মনসিংহের গফরগাঁও আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট আল-ফাতাহ মোঃ আব্দুল হান্নান খান এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। গফরগাঁও ও পাগলা থানার বিভিন এলাকায় মতবিনিময় ও আলোচনা সভা করে আলোড়ন সৃষ্টি করেছেন। তার জনপ্রিয়তা এখন তুঙ্গে। চরশাখচুঁড়া গ্রামের বাসিন্দা বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আল-ফাতাহ খান একজন তুখোড় ছাত্রনেতা ছিলেন। সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। জেল, জুলুম, নির্যাতন সহ্য করে চলছেন । জড়িত রয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠনে। গত বছর পালের বাজারে সভা চলাকালীন সময়ে বকুলতলা আওয়ামীলীগের অফিস পুড়ানো মামলায় আসামী হিসাবে পাগলা থানা পুলিশ আল-ফাতাহ খানকে গ্রেফতার করতে যান। হাজার হাজার মানুষ মানব ঢাল তৈরী করে আল-ফাতাহ খানকে ঘেরাও করে রাখেন। পুলিশ অবস্থা বেগতিক দেখে পরিস্থিতি স্বাভাবিক করার প্রয়োজনে ফাঁকা গুলি করতে বাধ্য হন। অনেক চেষ্টা করে আল-ফাতাহ খানকে গ্রেফতার করেন। এ ঘটনাটি এলাকায় তার জনপ্রিয়তার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। পেশাগত ভাবে তিনি একজন আয়কর আইনজীবী ও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও প্রতিষ্ঠাতা। ঢাকা বিশ^বিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিভাগে ¯œাতক (সম্মান) ডিগ্রী অর্জন করেছেন। তিনি সিএ (সিসি) ডিগ্রীও অর্জন করেছেন। রাজনৈতিক জীবন ইতিহাস থেকে দেখা যায় ১৯৮৮ সালে ঢাকার ৭৪ নং ওয়ার্ড শাখা ছাত্র দলের যুগ্ন সাধারণ সম্পাদক, ১৯৯১ সালে শেখ বুরহান উদ্দিন কলেজের ছাত্র সংসদের এজিএস, ১৯৯২ সালে ঢাকা বিশ^বিদ্যালয়ের জিয়া হলের আহবায়ক কমিটির সদস্য, ১৯৯৮ সালে গফরগাঁও পাঁচবাগ ইউনিয়ন বিএনপি’র সদস্য, ২০০২ সালে গফরগাঁও থানা বিএনপি সদস্য, ২০১৩ সালে পাগলা থানা বিএনপি’র সহ-সভাপতি, ২০০৭ থেকে ২০১৫ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী তৃনমূল দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে জাতীয়তাবাদী তৃনমূল দলের কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারীর দায়িত্ব পেয়ে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। তার গতিশীল নেতৃত্বের কারণে সারাদেশে জাতীয়তাবাদী তৃনমূল দল একটি শক্তিশালী অবস্থানে উন্নীত হয়েছে । ব্যবসায়িকভাবে একজন সফল মানুষ। সামাজিক কর্মকান্ডে যথেষ্ট অবদান রয়েছে । তিনি গফরগাঁও এলাকায় নন্দিত মানুষ হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তার দৃঢ় বিশ^াস দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিশ্চয়ই গফরগাঁও আসন থেকে বিএনপি’র প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি করে দিবেন। জেল-জুলুম নির্যাতন কোন কিছুই আল-ফাতাহ খানকে থামাতে পারেননি। দলীয় কর্মকান্ড ও গণসংযোগ সকল ভয়ভীতি উপেক্ষা করে চালিয়ে যাচ্ছেন।

 

 



 

Show all comments
  • shohel khan ৪ ডিসেম্বর, ২০১৭, ১১:২৮ পিএম says : 0
    yes
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ