Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এইচআইভি আক্রান্ত ৪৯ মায়ের সুস্থ্য সন্তান প্রসব

| প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : দেশে সরকারী পর্যায়ে প্রথমবারের মতো এইচআইভি আক্রান্ত গর্ভবতী মায়েদের সেবা প্রদান করছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। প্রতিষ্ঠানটির অবস এ্যন্ড গাইনী বিভাগের তত্ত¡াবধানে চালু এ কার্যক্রমে এখন পর্যন্ত এইডস আক্রান্ত ৪৯ জন গর্ভবতী মা সুস্থ্য সন্তান প্রসব করেছেন। পাশাপাশি অব্যাহতভাবে চলা এই সেবার মাধ্যমে দেশে নতুন ৪৯টি সংক্রমণ প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের এ ও বি বøকের মধ্যবর্তীস্থল বটতলায় ‘এইচআইভি সেবা শক্তিশালীকরণ প্রকল্প’ এর উদ্যোগে বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি পূর্ব সমাবেশে এ তথ্য জানানো হয়। বক্তারা বলেন, এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশে চিকিৎসা ক্ষেত্রে প্রথম ও প্রধান পোস্ট গ্রাজুয়েট বিশ্ববিদ্যালয়। যেখান থেকে বিভিন্ন বিভাগের মাধ্যমে রোগীদের কম্প্রিহেনসিভ স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হচ্ছে। ১৯৮৯ সালে এ বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগ থেকে দেশে প্রথম এইচআইভি সনাক্ত করা হয় যা এখনো অব্যাহত আছে। তাছাড়া ২০১৩ সালের ১৬ মে এর আগ পর্যন্ত সরকারী স্বাস্থ্য সেবা কেন্দ্রে এইচআইভি ভাইরাসে আক্রান্ত গর্ভবতী মায়েদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা ছিল না। এরই ধারাবাহিকতায় এইডস আক্রান্ত সকল রোগীদের জন্য এই বিশ্ববিদ্যালয় তার সেবার পরিধি বৃদ্ধি করেছে, যা ‘স্ট্রেনদেনিং অফ এইচআইভি সার্ভিসেস’ নামে চলতি বছরে শুরু হয়। প্রতিষ্ঠানটির এই সেবামূলক কার্যক্রমটি জাতীয় এইডস এবং এসটিডি প্রোগ্রাম ও ইউনিসেফের সহযোগিতায় পরিচালিত হচ্ছে। এছাড়া সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের অক্টোবর মাস থেকে বিশ্ববিদ্যালয়ে এইডস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বিনামূল্যে এআরভি প্রদান ও সকল রোগের চিকিৎসা সেবার পথ উন্মুক্ত করা হয়েছে। বর্তমানে এখান হতে সর্বোচ্চ সংখ্যক রোগী এআরভি সেবা নিচ্ছেন। গত ২৫ নভেম্বর পর্যন্ত ৬৪৭ জন রোগী এআরভি নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. কামরুল হাসান খান বলেন, বাংলাদেশে ঝুঁকি থাকা সত্তে¡ও এইচআইভি/এইডস ছড়িয়ে পড়েনি। গণমাধ্যমের অবদানের কারণেই এইচআইভি সম্পর্কে দেশের মানুষ সচেতন হয়েছেন। তবে গণমাধ্যমের এই ভ‚মিকা অব্যাহত রাখতে হবে, যাতে করে ভবিষ্যতে প্রাণঘাতী এই রোগটি ছড়িয়ে না পড়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ডা. মো. শহীদুল্লাহ সিকদার, ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্রক্টর ডা. মো. হাবিবুর রহমান দুলাল, মেডিসিন বিভাগের চেয়ারম্যান ডা. আবদুর রহিম প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ