বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অর্থনৈতিক রিপোর্টার : বিদেশি ঋণে সুদহার কম থাকায় বাজেট ব্যবস্থাপনায় এ ঋণের ব্যবহার বাড়াতে চায় সরকার। গতকাল এক অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব জানান, দেশের বিদ্যমান ঋণের ৬০ ভাগ নেয়া হচ্ছে অভ্যন্তরীণ উৎস থেকে। এর বিপরীতে বছরে সুদ গুণতে হচ্ছে প্রায় ৪০ হাজার কোটি টাকা। অথচ বিদেশি ঋণ কম থাকায়, সুদ দিতে হচ্ছে মাত্র দুই হাজার কোটি টাকা।
তিনি জানান, ২০১৮ সালের মার্চে বাংলাদেশ স্বল্পন্নোত দেশের কাতার থেকে বের হয়ে উন্নয়নশীল দেশে উর্ত্তীর্ণ হলে বিদেশি ঋণের সুদহার বেড়ে যাবে প্রায় তিন গুন। তবে এরপরও বিদেশি ঋণ নেয়া লাভজনক হবে উল্লেখ করে সচিব জানান, বর্তমানে বাজেট ঘাটতির মাত্র দেড়ভাগ বিদেশি ঋণ নেয়া হচ্ছে, যা দুই ভাগে নেয়া হবে। এর জন্য বিদেশি ঋণের বিকল্প উৎস খোঁজা হচ্ছে। শিগগিরই ঢাকায় তুরস্কের উন্নয়ন সংস্থা, টিকার কার্যালয় চালুর উদ্যোগ শুরু হয়েছে। এছাড়া কাজ শুরু করবে কোরিয়ান রাষ্ট্রায়ত্ব দাতা সংস্থাও।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।