প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভি মঈনুদ্দীন ঃ তাসনোভা এলভিন, এই সময়ের তরুণ অভিনেত্রীদের মধ্যে আলোচিত। নির্মাতারা তাকে নিয়ে নাটক নির্মাণে আগ্রহ প্রকাশ করছেন। ছোটবেলায় একটি হাসপাতালে সুবর্ণা মুস্তাফার সঙ্গে এবং একটি পার্লারে জয়া আহসানের সঙ্গে হঠাৎ দেখা হওয়া তাকে অভিনয়ের প্রতি আগ্রহী করে তুলে। ছোটবেলার দেখা স্বপ্নের অভিনয়েই এখন ব্যস্ত এলভিন। এলভিনের ভাষায়, সুবর্ণা মুস্তাফা এবং জয়া আহসানই তার অভিনয়ে আসার অনুপ্রেরণা। অভিনয়ে পথে আসার পথচলাটা শুরু হয়েছিলো ২০১০ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্যদিয়ে। শীর্ষ ১৫’তে পৌঁছেছিলেন তিনি। হঠাৎ এক দুর্ঘটনায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। নিজেকে প্রতিযোগিতা থেকে সরিয়ে নেন। সুস্থ্য হয়ে আবার স্বপ্নের পথে পথচলা শুরু হয় তার। তাহের শিপনের নির্দেশনায় প্রথম অভিনয় করেন চঞ্চল চৌধুরীর বিপরীতে ‘ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলো’ নাটকে। প্রথম নাটকেই প্রশংসিত হন এলভিন। এরপর টুকটাক কাজ করেছেন, কারণ পড়াশুনায় ব্যস্ত ছিলেন তিনি। ২০১৫ সালে এসে পুরোদমে অভিনয় শুরু করেন এলভিন। মাবরুর রশীদ বান্নাহ্’র ধারাবাহিক ‘নাইন অ্যান্ড হাফ’ অভিনয় তাকে দর্শকের কাছে পরিচিত করে তুলে। সে সময়ই ইমরাউল রাফাতের নির্দেশনায় ‘রুম ডেট’ নাটকে অভিনয় করে বেশ আলোচনায় চলে আসেন। এ নাটকে তার সহশিল্পী ছিলেন সিয়াম, তৌসিফ ও শবনম ফারিয়া। ব্যস্ততা বেড়ে যায় এলভিনের। সর্বশেষ তানিম রহমান অংশুর নির্দেশনায় শর্টফিল্ম ‘আই হেট ফুটবল’-এ তার অভিনয় প্রশংসিত হয়। এখন বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় নিয়ে ভীষণ ব্যস্ত আছেন এলভিন। নাটকগুলো হচ্ছে জাহিদ হাসানের ‘সেন্টিমেন্টাল সেলিম’, মনিরুজ্জামানের ‘শূণ্যতায়’, হিমু’র ‘বিদেশী পাড়া’, অমি’র ‘ব্যাচেলর পয়েন্ট’, এসএ হক অলিকের ‘হসপিটাল’, ইমেলের ‘ওয়েলকাম ক্লাব’। এলভিন বলেন, ‘ইচ্ছে ছিলো একজন অভিনেত্রী হবার। সেই স্বপ্ন পূরণ হয়েছে। এখন আমার ধ্যান, জ্ঞান, পেশা অভিনয়ই। নিজেকে একজন গুণী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। চাই সবার সহযোগিতা।’ চলতি বছরের ২৬ মার্চ ফাহাদ রিয়াজীকে বিয়ে করেন এলভিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।