প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: ১৯৬৭ সালে মুক্তিপ্রাপ্ত সলিল সেন পরিচালিত ‘রাজকুমারী’ চলচ্চিত্রে কিশোর কুমার গেয়েছিলেন ‘এ কী হলো, কবে হলো, জানিনা, শুরু হলো, শেষ হলো. কী যে হলো জানিনাতো’ গানটি। রূপালী পর্দায় এেেত ঠোঁট মিলিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। তার সহশিল্পী ছিলেন রাজকুমারীর ভূমিকায় চিত্রনায়িকা তনুজা। ‘স্যাড মুড’র এই গানটি সেই সময়ই বেশ জনপ্রিয়তা পায়। গৌরী প্রসন্ন মজুমদারের লেখা এবং রাহুল দেব বর্মনের সঙ্গীতায়োজনের জনপ্রিয় এই গানটির নতুন করে সঙ্গীতায়োজন করেছেন পার্থ বড়–য়া। গানটিতে কন্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী মাহাদী ফয়সাল। গেলো মাসেই গানটির রেকর্ডিং-এ অংশ নেন মাহাদী। গত ২ ডিসেম্বর বিএফডিসিতে গানটির মিউজিক ভিডিওর দৃশ্য ধারনে অংশ নেন। গানটিতে কন্ঠ দেয়া প্রসঙ্গে মাহাদী বলেন, ‘পার্থ দাদা’র অনপ্রেরণাতেই গানটি গেয়েছি। দাদা যেভাবে চেয়েছেন, সেভাবেই কিশোর কুমারের মতো করে গাইবার চেষ্টা করেছি।’ মাহাদী জানান, শিগগিরই গানটি প্রকাশ করা হবে। উল্লেখ্য, ২০০৫ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে’ রিয়েলিটি শো প্রতিযোগিতায় মাহাদী অষ্টম স্থান অধিকার করেছিলেন। ২০০৭ সালে প্রিন্স মাহমুদের কথা ও সুর সঙ্গীতে মাহাদী’র একক অ্যালবাম ‘বন্ধনা’ বাজারে আসে। এই অ্যালবামের ‘তুমি বরুনা হলে হবো আমি সুনীল’ গানটি ছিলো সে বছরের আলোচিত গানের একটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।