প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: চ্যানেল নাইনে শুরু হয়েছে পারিবারিক গল্পের নতুন ধারাবাহিক নাটক ‘বহে সমান্তরাল’। নাটকটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ শ্যামল ভাদুড়ী। পি-আর প্রোডাকশন প্রযোজিত ধারাবাহিকটি যৌথভাবে পরিচালনা করছেন শ্যামল ভাদুড়ী ও তুষার খান। মোটিফ অডিও ভিজুয়াল কমুনিকেশন নিবেদিত এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- রওনক হাসান, নাদিয়া আহমেদ, শিশির, লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, শতাব্দী ওয়াদুদ, নাফিসা চৌধুরী নাফা, শেলী আহসান, সমাপ্তি, লীনা আহমেদ, আফরি সেলিনা আফরি, শেখ মাহবুবুর রহমান প্রমুখ। নাটকটির সম্পর্কে পরিচালক তুষার খান বলেন, সম্পূর্ণ পারিবারিক গল্প। আমাদের চারপাশের পরিবারগুলোর ভেতর যেসব দন্ধ থাকে তা তুলে ধরা হয়েছে। নানান জটিলতার মধ্য গিয়ে এগিয়ে যাবে পারিবারিক ধারাবাহিক নাটক ‘বহে সমান্তরাল’। এর গল্পে দেখা যাবে, চৌধুরী হাফিজ উদ্দীন মারা গেছেন দু’ বছর আগে। তখন থেকে পারিবারিক ব্যবসার হাল ধরেছে ছেলে চৌধুরী আয়ান হাফিজ। মা চৌধুরী তাহমিনা হাফিজের কথার ওপর কোন কথা নেই, এই হচ্ছে আয়ানের জীবন দর্শন। বাড়িতে তাহমিনার ডান হাত হচ্ছে দোলা। দু’ বছর আগে রোড অ্যাক্সিডেন্টে দোলার বাবা আজাদ মারা গেছেন চৌধুরী হাফিজের সঙ্গে। দোলার সূত্র ধরে এ বাড়িতে আশ্রয় পেয়েছে দোলার দুষ্টক্ষত মন্টু মামা। দোলাকে জিম্মি করে ফায়দা লোটাই তার কাজ। এদিকে তাহমিনার ইচ্ছে দোলা আয়ানের বউ হয়ে এ বাড়িতেই থাকবে। ঠিক সে সময় আয়ান বাড়িতে ঋতুকে স্ত্রী হিসেবে নিয়ে আসে। শুরু হয় নাটকীয় দ্ব›দ্ব। ১০৪ পর্বের নতুন ধারাবাহিক ‘বহে সমান্তরাল’ নাটকটি শনি, রবি ও সোমবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।