Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

উলভেরিনের ভূমিকা ছাড়ার সময় এসেছে -হিউ জ্যাকম্যান

| প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

“আমি জানি অজিরা (অস্ট্রেলীয়) সময় মত পার্টি ছাড়তে জানে না, তবে ১৭ বছর পর এখন পার্টি ছাড়ার সময় এসেছে,” ‘এক্স-মেন’ সিরিজের সবচেয়ে জনপ্রিয় চরিত্র উলভেরিন ওরফে লোগ্যানের চরিত্রে তার অভিনয় করা নিয়ে হিউ জ্যাকম্যান বলেন।
২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘এক্স-মেন’ চলচ্চিত্রে জ্যাকম্যান মিউটেন্ট উলভেরিন চরিত্রে অভিনয় করে তার এই যাত্রা শুরু হয়। এরপর তিনি আটটি চলচ্চিত্রে এই ভূমিকায় অভিনয় করেন। তিনি জানান এই বছর মুক্তি পাওয়া ‘লোগ্যান’ চলচ্চিত্রে প্রত্যাবর্তন তিনি এবং চলচ্চিত্র নির্মাতারা সবচেয়ে বড় ঝুঁকি নিয়েছিলেন।
এক সাক্ষাতকারে জ্যাকম্যান বলেন, “এটি যে বাণিজ্যিক সাফল্য পাবে এমন নিশ্চয়তা ছিল না। সবাই একে বড় ঝুঁকি হিসেবে ধরে নিয়েছিল, এ পর্যন্ত নেয়া সবচেয়ে বড় বোকার মত ঝুঁকি, আর আমার মনে হয় এই চরিত্রটি অর্থ-আনয়নকারী বলে আমরা সিকুয়েলটি নির্মাণ করেছিলাম, তবে আমার অভিজ্ঞতা হল এটিতে অংশ নেয়া থেকেই আমার কাছে ঝুঁকি অনুভূত হয়েছে, মনে হয় আমাকে তা মেনেই কাজ করতে হয়েছে।”
‘লোগ্যান’ চলচ্চিত্রটিতে তাকে ক্লান্ত, বৃদ্ধ আর অপেক্ষাকৃত অনেক কম ক্ষমতাবান মিউটেন্টের ভূমিকায় দেখা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ