Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঠবাড়িয়ায় ইউপি সদস্য ও প্রবাসীকে কুপিয়ে জখম

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : মঠবাড়িয়ায় ক্ষমতাসীন দলের আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রæতার জের ধরে বৃহস্পতিবার রাতে উপজেলার বাইশকুড়া বাজারে প্রতিপক্ষরা ইউপি সদস্য ইসমাইল হোসেন খান (৩২) ও দুবাই প্রবাসী মহিবুল্লাহ (৩০) কে কুপিয়ে গুরুতর জখম করেছে। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে ৬নং ওয়ার্ড ইউপি সদস্য ইসমাইল খানের ডান পায়ের তিন আঙ্গুল বিচ্ছিন্ন ও প্রবাসী মহিবল্লাহ’র ডান হাটুসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, স্থানীয় ক্ষমতাসীন দলের বিবাদমান রাজনৈতিক গ্রæপিংয়ের কারণে আধিপত্য বিস্তারের জের ধরে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকবার হামলা ও ভাঙচুরের ঘটনাসহ বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। আহত প্রবাসী মহিবুল্লাহ্র ছোট ভাই ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক আমানউল্লাহ জানান, বৃহস্পতিবার রাতে ইউপি সদস্য ইসমাইল খান ও প্রবাসী মহিবুল্লাহ্সহ কয়েকজন বাইশকুড়া বাজারে ইউসুফ মল্লিকের দোকানের সামনে গল্প করছিল। এসময় দক্ষিণ ও উত্তর ভেচকী গ্রামের শামীম, জুয়েল, নান্টু, রাসেল ও আলামিন সহ ১০/১২ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিতে হামলা চালায় ও কুপিয়ে গুরুতর জখম করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ